ইমরোজ
Click This Link
তোমার অনেক ফেলা আসা,
ধূসর স্মৃতি জমা সময়ে।
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে।
যা কিছু ছিল, থেমে থাকার, আবার থামবে তা এই বিদায়ে,
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে।
নিহত স্মরণের বেড়াজালে,
অধীর অপেক্ষার শেষে,
প্রয়াত আগামীর স্মৃতি ভুলে,
বিদায় আসবে অবশেষে।
তুমি নীল শব্দ শুনে নির্জনে,
ধূসর ধূলো জমা সময়ে,
নিহত স্বপ্নগুলো সহসা আলো জ্বেলে,
হারিয়ে যাও যত দূরে, আসবে তবু ফিরে,
আমার অজানায়।
অবিরত মলিন ক্ষত,
মুছে ফেলে চিরতরে,
তোমার অসার থেমে থাকা,
প্রয়াত আগমনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।