এই পাথুরে দেশে এসেছি বেশিদিন হয় নাই! দেশটির মত এখানকার মানুষগুলোও। বাঙালীগুলো আরো বেশি নিরস যেন। আপনারে লয়ে বিব্রত সদা! কাজ করে খামারে। অথচ ভাবখানা আমীর উমরাও যেন! নতুন বাঙালী তাদের চোখে বেকুব! শিক্ষিত হলে গাধা নয়তো রামছাগল! বেশির ভাগই দুনম্বরী কাজে পাকা। ছুটির দিন বসে থাকে দল বেঁধে। কোনো আরব এসে যদি ডেকে নেয় কাজে- দু'টো বাড়তি রিয়াল হাতে আসে। কী যে বেদনা দায়ক আর লজ্জাকর দৃশ্য! কাক কাকের মাংস খায় না। কিন্তু এ দেশে বাঙালী শ্রমিক আরেক বাঙালী শ্রমিকের মাংস তো খায়ই, পারলে পুরো মানুষটাকেই গিলে ফেলে! স্বদেশী এলে তাদের ভাগে কম পড়ে যায়! স্বভাবদোষে অন্য দেশের মানুষ বাঙালীদের ঘৃণা করে! রিয়াদের বাথায় তারা আওয়ামীলিগ আর বিএনপির মিছিল করে, চিকার জন্য দেয়াল সংরক্ষণ করে ইতোমধেয যথেষ্ট সম্মান কুড়িয়েছে! নাজিরুল হক হয়তো বা আরো ভাল বলতে পারবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।