হাইকোর্টের নির্দেশে সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা ও ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানার মালিকসহ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আদালতে হাজির করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের আদালত কক্ষে নিয়ে আসে পুলিশ।
অপর চারজন হলেন: নিউ ওয়েভ বটম লিমিটেডের চেয়ারম্যান বজলুস সামাদ ও পরিচালক মাহমুদুর রহমান, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড ও ফ্যান্টম ট্যাক লিমিটেডের মালিক আমিনুল ইসলাম এবং ইথার টেক্স লিমিটেডের মালিক আনিসুর রহমান।
সংশ্লিষ্টরা আদালত অবস্থান করছেন। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের বিষয়ে শুনানি হবে।
ভবনধসের ঘটনায় সংশ্লিষ্টদের ৩০ এপ্রিল সকালে আদালতে হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেন হাইকোর্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।