কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।
আল কায়েদাকে এবার সাধারন জনতার অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। আল কায়েদার ইন্টারনেটে জিহাদি গ্রুপগুলোর বিভিন্ন ফোরাম যেমন, http://www.al-firdaws.org/vbe/ ,http://www.alhesbah.net/ ,http://al-boraq.org/ ও আল ইখলাস ফোরামে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন।
ওখানে বিভিন্ন পেশাজীবি যেমন,সাংবাদিক ,শিক্ষক,ছাত্র ও গৃহিনীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। আল-কায়েদার মিডিয়া শাখা আস-সাহাব এর মাধ্যমে এসব প্রশ্ন উত্তর নেওয়া হয়েছে।
সেখানে বেশিরভাগ প্রশ্নই এসেছে তাদের নিরিহ নির্দোষ মানুষ হত্যা করা সম্পর্কে।
মুদার্রিস জুগরাফিয়া একজন ভূগোলের শিক্ষক তিনি প্রশ্ন করেছেন,
তারা কারা যারা হত্যা করে যাচ্ছে নিরিহ মানুষদের বাগদাদে,আলজেরিয়ায় ও মরোক্কোয়। আপনি কি মনে করেন মহিলা ও শিশুদের হত্যা করা জিহাদ। আমি আপনাকে চ্যালেন্জ করি আপনি এসব করেন তেল আবিবে। আপনারা কেন ইসরাইলে আঘাত করছেননা?
নাকি মুসলমানদের হত্যা করা অনেক সহজ হাটে বা বাজারে।
উত্তর:আমার উত্তর মুদার্রিসের কাছে,আমরা কোথাও নিরিহদের হত্যা করি নাই। তা হোক বাগদাদে বা আলজেরিয়ায় বা মরোক্কোয় বা অন্য কোথাও।
যদি ও কোন নির্দোষ মানুষ যে নিহত হয়েছে মুজাহিদদের আক্রমনে তা ছিল অনভিপ্রেত ভুল। বা প্রয়োজনিয়তার বাইরে শত্রুদের মানববর্ম হিসেবে ব্যবহার। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই আমরা নির্দোষদের হত্যা করিনা।
বরং আমরা তাদের হত্যা করি যারা নিরিহদের হত্যা করে। যারা হত্যা করে নিরিহ মানুষদের তারা ইহুদী,রাশিয়া,ফ্রান্স ও আমেরিকার এজেন্ট। আমরা কি বিকৃত মস্তিস্কের নিরিহ মানুষদের হত্যাকারী,আপনি যেভাবে বলছেন। আমাদের জন্য এটা সম্বভ হাজার হাজার মানুষকে বাজারে হত্যা করা কিন্তু আমরা মোকাবেলা করছি মুসলিম উম্মাহর শত্রুদের। অনেক সময় এটা হয় যে কিছু এরাতে না পারা বা অনভিপ্রেতভাবে হয়ে যায়।
মুজাহিদিনরা বারবার মুসলিমদের সতর্ক করে যুদ্বের সময় মুসলমানরা অবশ্যই আমেরিকা ও ইহুদি ও তাদের এজেন্টের এড়িয়ে চলতে যেখানে তারা সমবেত হয়।
ক্রুসেডর ও ইহুদি অপপ্রচার সব সময় চালানো হয় যে মুজাহিদরা শুধু নির্দোষদের হত্যা করে। কিন্তু মুসলিম উম্মাহ জানে তাদের শত্রু কারা আর তদেরকে কারা রক্ষা করে। এটা কোন গোপন নয় যে, তারা অবস্হান নেয় মুসলমানদের ভিতরে,মানব বর্ম তৈরী করে। কিন্তু আমি আল-তাতারুসের কথা বলছি আক্রমনের লক্ষ্য বস্তু হবে শুধু শত্রুরা।
শরিয়া ভিত্তিক এবং মুসলিম থেকে দূরে। আমাদের লক্ষ্য ঐসব পুতুল সরকারের বিরুদ্বে যাদের সাথে মুসলিম উম্মাহর শত্রুদের বন্ধুত্ত।
এখনে শুধু একজনের প্রশ্ন ও উত্তরের কিছু অংশ তুলে দেওয়া হল।
এ রকম আরো অনেক অনেক প্রশ্ন করা হয়েছে ,তারা কি সাধারন মুসলিমদের কি কাফির মনে করে কিনা খারিজিদের মত??
ইরানের ব্যাপারে তাদের মতামত কি। হামাসের ব্যাপারে ও এসেছে অনেক প্রশ্ন।
বেরিয়া এসেছে আল-কায়েদা সম্পর্কে সাধারন মানুষের অনেক অজানা তথ্য।
পিডি এফ ফাইলটা এখানে দেখতে পারেন।
Click This Link
ইসলামঅনলাইন ফোরামে দেখতে পারেন এখানে
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।