যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
ইদানিং এ ধরণের মানুষজনের দেখা মিলে প্রায়ই। প্রেম ভালোবাসার বিষয়ে কথা বলতে গেলে অন্য আর কিছু সম্র্পকে জানতেই চান না। বিষয়টা এমন যেন জানলে প্রেম ভালোবাসা কমে যাবে। যৌণ আকর্ষণের ক্ষেত্রেও শারীরিক সৌন্দর্য্য মন ইত্যকার নানা গল্পে পাবলিক বলয় ডুবে থাকে। যদিও এর ঘটমানতার গল্প যেমন বাছাই-সঙ্গম-যোগাযোগ-বিযুক্ত-যুক্ততা-বৈধকরণ ইত্যাদি সকল কিছুই তথাকথিত প্রেম বলয়ের বাইরের জিনিস দ্বারাই বেশি চালিত হয়। ফলে কোন নারীর সাথে সঙ্গম করে পুরুষটি পালিয়ে যাবে আর কোনটার ক্ষেত্রে সে ধর্ষকামী হবে আর কোথায় সে প্রশান্তি খুঁজবে তা একভাবে ঘটনা ঘটার আগেই সামাজিক ভাবে নির্ধারিত। আসলে রাস্তাগুলো প্রস্তুতই থাকে...নারীর যদিও রাস্তা একই ভাবে থাকে না। কিন্তু যা থাকে তা দিয়ে আর কতটুকু রাজনীতি করা সম্ভব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।