আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...
এই গান একসময়ে অনেক আলোরন তুলেছিল। সবখানে। ভুবুক্ষের মত শুনত সবাই। গাইত। পাড়ায় পাড়ায়, মোরে মোরে সব তরুনের মনের গান হয়েগিয়েছিল। সে এক উন্মাদনা। ডিফারেন্ট টাচ, উইনিং এবং শেষে কদিন আগে হায়দার হোসেন আবারও নতুন করে গেয়েছেন গানটি।
মন কিযে চায়
মন কিযে চায় বলো
যারে দেখি লাগে ভাল
এ মন সেতো বাধা পড়ে না
কিযেনো কেন জানি না।
কাছে এসে পাশে বসে কথা বলে যে
এমন বলে সে আমায় ভালবেসেছে
চোখে চোখে চোখ রেখে কথা বলেছে
বোঝাতে পারিনি তারে ভালবেসেছি
কি করে যায় সে বলা
আমি আজও শিখিনি
প্রেম ভরা মন নিয়ে চলেছি একা
ভাবি শুধূ কবে পাব তার দেখা
কথা আছে জীবনে প্রেম আসে একবার
আমার জীবনে সে আসবে কবে আর
জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না।
উইনিং এর গাওয়া এ গান
এ গানের হায়দার হোসেনের গাওয়া নতুন ভার্সন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।