আমার জগত শুধুই তোমার
কোন কান্না নেই কোন অভিমান নেই
কোন সুখ নেই , তিলতিল করে নিজেকে শেষ করে নিয়ে এসেছি
তাও আমি চেয়ে বসে আছি কখন সেই সময় আসবে।
তুমি বলেছিলে সকাল আসবে কিন্তু আমাদের সকাল আর আসে না
ফিরে আসে শুধু রাত্রির অসহ্য রক্তচোষা হৃদ নিংড়ানো অস্পষ্ট চাপা
আর্তনাদ , আর হয়ত তোমার হাসি ,
আমি ত তোমার হাসি দেখতে চেয়েছি সবসময়, তোমায় অনেক
কাদিয়েছি তারপরো বলছি তুমি আজ তুমি আমি আমি তুমি।
এ কেমন আর কেনই বা বেচে থাকা আমার ,
ঘুমহীন , ভালবাসাহীন জীবনের মায়াজাল থেকে মুক্ত
আমি আমি নেই , কোন অনুভুতি নেই , যেন একটা লাশ
কিন্তু আমি ত বাচতে চাইনি আমি ত ততটুকুই বেচে ছিলাম
যখন রাত ২.৩৮ এ ঝিনাইদা যাবার সময় তোমাকে নিয়ে মৃত্যুর
দারপ্রান্তে গিয়েও তোমাকে বাচিয়ে আমি মরতে চেয়েছি।
আর এখন আমি তিলতিল করে মরতেছি। আর বেশি হলে ৩-৪ তারপর
হয়ত আমি এভাবে জীবন্ত লাশ হয়ে বাচতে পারব না ।
এটাই তুমি চেয়েছিলে না মিয়াও (সঞ্চিতা) । ঠিকাছে এটাই আমি
তোমাকে জানিয়ে গেলাম। আমি থাকি না থাকি
কিন্তু তুমি জেনে রেখ ।
আমি বেচে নেই আর বেচেও থাকব না যতটুকু আছি তা
একটি লাশ ।
ভাল থেক মিয়াও(সঞ্চিতা)
তোমারই দীপ
বিঃ দ্রঃ লাশ হয়ে ঘুরে ফিরছি, আমি আমাকে আর বয়ে বেড়াতে
পারছিনা , কেউ নেই কেউ নেই , তাই এই চাপা আর্তনাদ হয়ত
তোমার কাছে পৌঁছাবে না ।
মনের হাবিজাবি লিখলাম
ভুল হলে মাফ করবেন।
"আমি আমার বদলে যদি সাভারের ঐ ৪০০
মানুষদেরকে বাচাতে পারতাম , কারন আমি ত এমনিতেই লাশ"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।