শঙ্খপাপ আমার
কালের কাছে অনেকে প্রশ্ন রাখে,
কাল কখনো জবাব দেয় না; দিতে অপরাগ।
কিন্তু কালের প্রতিটি সত্তা সজাগ, জানান দেয়, উত্তর দেয়।
তোমার কাছে ঢ়ের প্রশ্নগুচ্ছ- তুমি
বধীর কিংবা কালা নও - সুন্দরীদের
একটা বিশেষ জিহবা থাকে; আমি জানি।
তারা ছল-ভল-অভিনয় সব জানে -
জবাব জানে না।
কালের মতন তোমার দেহভঙ্গী, ঈশারা জানান দেয়
আমাদের পাতা ঝরার দিন - মর্মরধ্বনি'র সুর তোলা।
(কবিতাটি নিহন ও মুকুল ভাইকে উৎসর্গ করা হল। গ্রহণ করলে কৃতার্থ হব)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।