আমাদের কথা খুঁজে নিন

   

লাল পিঁপড়ে



০১ লাল পিঁপড়ের কামড়ের মতো জ্বলে উঠে চোখ দুহাতে পিঁপড়েগুলো ঘষে দিলে মৃত মানুষের গন্ধ ছড়ায় চারপাশে বলো এভাবে আর কত পিঁপড়ে মারবো? ওরাতো আমারই রক্তের ধারা বয়ে নিয়ে চলেছে। ০২ রাজপথে একটা সবুজ ঘাসফড়িং মারা গেল পিঁপড়েগুলো খবর পেতেই জ্যামে আটকে পড়া গাড়ির সারি হয়ে লাশের জানাযার জন্য মাঠে দাঁড়িয়ে গেল। আশ্চর্য গতরাতে স্বপ্নেও পিঁপড়ের দলবল দেখে রাস্তার পাশে ভয়ে ভয়ে পা দুটো স্থির কাঁপুনিতে আটকে রেখেছিলাম। এখন আমার পায়ে শুধু লাল পিঁপড়ের কামড়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।