আমাদের কথা খুঁজে নিন

   

২২ কিলোমিটার সেতু


২২ কিলোমিটার সেতু নির্মান করা হয় বাহরাইন ও সৌদী আরবে যোগাযোগের জন্য। সেতুটি বাহরাইন-সৌদী আরবের সরকারের যৌত অর্থায়ে নির্মিত। বিশাল সাগরের উপর সেতুটি তৈরী করা হয়। বাহরাইন-সৌদী আরবের দূরত্ব ২২ কিলোমিটার। সেতুও ২২ কিলোমিটর।

প্রতিদিন বাহরাইনের নাগরিকসহ এবং বারাইনের বসবাস বিশেদী বাংলাদেশী-ইন্ডিয়া ও পাকিস্তানি ও বিভিন্ন দেশের মানুষ ওমরা পালনে এই ব্রীজটি দিয়েই যাতায়াত করে থাকে। অবশ্য বিমানেও যাওয়া যায়। তবে বিমানে গিয়ে সেতু দিয়ে যাওয়া আলাদা মজা উপভোগ করতেই সেতু দিয়ে চলাচল করে থাকে। অবশ্য বাহরাইন থেকে ওমরা পালনে খরচও কম। বাহরাইনের দিনারে খরচ হয় ১২০ দিনার যা বাংলাদেশী টাকায় ২৫ হাজার টাকা।

১২০ দিনার বেশী নয় অবশ্য একমাসের ভেতন অনেক বেশী। তবে বাংলাদেশীদের জন্য ৫শ দিনার জামানত হিসাবে দিতে যা অন্য দেশীদের জন্য দিতে হয় না। বাংলাদেশীদের জণ্য কেন দিতে ৫শ দিনার কারন একটাই ওমরা পালন করতে গিয়ে এক বাংলাদেশী আর সৌদীআরব থেকে ফেরত আসেনি। তখন থেকেই এই আইন করা হয়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।