যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
প্রতিদিন পত্রিকার দুই কলাম জুড়ে ক্ষুধার্ত মানুষের মুখ দেখতে ভালো লাগে না তাই পত্রিকার ছবির দিকে নজর রাখা হয় না । কিংবা সেই সব নিউজ এর দিকে । কিন্তু আজ ক্ষুধার্ত মুখে হাসির রেখা দেখে চোখ রাখলাম; শিউরে উঠলাম ।
ত্রাণের নষ্ট হওয়া যে চালগুলো চট্টগ্রামে ডোবায় ফেলে দেয়া হয়েছে। সেই নষ্ট , খাবার অনুপোযোগি চালগুলো সংগ্রহ করে ঘরে ফিরছে নিরন্ন মানুষের দল । নষ্ট হোক চাল তো !!!
সেই নষ্ট চালের ভাগ পেয়েই ক্ষুধার্ত মুখ গুলোতে হাসির ছটা, খুশির রেখা ।
হায়রে স্বদেশ । হায় সৃষ্টিকর্তা !! এরই নাম ক্ষুধা ।
আমাদের কি কিছু করার নেই ??
ফটোগ্রাফঃ প্রথম আলোর সৌজন্যে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।