আমাদের কথা খুঁজে নিন

   

মার কথা বলতে হবে, কারন সে যে মা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

তুমি স্বপ্নর মত সারাক্ষন লেগে থাক ঘুম ভাঙ্গার পর হতে আজ অবধি, তব কোল ছাড়ার এত বছর পরও সেই গন্ধটা যায়নি। বিশ্বাস কর লেগে আছে। জানো মা, এ মোবাইলে কথা বলে শান্তি আসেনা মনে ক্ষনে ক্ষনে কেবলি, ব্যালেন্সে হুল ফোটায় চিন্তনে। আর ঐ যে কেটে কেটে যাওয়া তোমার আমার কথা, ঐ যে হ্যালো হ্যালো বলা সংযোগ বিচ্ছেদের যন্ত্রনা, বড় অসহ্য লাগে। মাগো তার চেয়ে তোমার কোমল হাতের ভাঙ্গা-সোজা সোনার অক্ষরগুলো বড় মায়াবি লাগে, মনে আছে মা, সেই যে, তোমার ২০০৪ সালের লেখা চিঠিটা আমি এখনও যত্নে সাজিয়ে রেখেছি ফাইলে।

সেই মধুর কালিতে মমতা ভরা লেখাগুলো। আমার সেরা উপহার। তাই মাগো তুমি একটা চিঠি দিও না, এ মোবাইল একেবারেই ভাল লাগে না। কেমন জানি, মনের কথা যন্ত্রে ভাসতেই চায় না। পরিবেশ, উপাদান সহায়তা করেনা।

মনে আছে মা, তোমার চিঠি ৮ দিন পর পৌছালো, তবুও আমার কাছে মনে হয়েছিল, অমুল্য রতন। কখনও কখনও প্রজাপতির মত উড়ে যেয়ে দরজায় দাড়িয়ে ডাকতে ইচ্ছা করে। মনে মনে ভাবতেও ভাল লাগে অবাক হওয়া তোমার সেই খুশি ঝলক, সেই মায়াবি চোখে মমতার পুলক। সে কি উপহার, জীবনে জানি না, কি পাব আর কত পাব? কিন্তু বিশ্বাস কর এটাই হবে সেরা উপহার, যেভাবে এখনও আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।