আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের এক করুন কাহিনী নাকি নির্মমতার প্রতীক ?? আজকের এই দিনে ৩০ জানুয়ারি

যাহা চাই তাহা পাই না>> যাহা পাই তাহা ভুল করে পাই MS Wilhelm Gustloff”” ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির সামরিক হাসপাতাল এর কাজে নিয়জিত একটি জাহাজের নাম। যুদ্ধের শুরু থেকে একে জার্মানরা হাসপাতাল এর কাজ এ ব্যাবহার করে। নাজি জার্মান দের দখলকৃত পোল্যান্ড অ আরও কিছু অঞ্চল থেকে সামরিক ও বেসামরিক ব্যাক্তিদের সরিয়ে নিতে MS Wilhelm Gustloff ১৯৪৫ সালের আজকের এই দিনে মানে ৩০ জানুয়ারি “Operation Hannibal” নামে তার শেষ ভয়েজে নিয়োজিত হয়। মডেল গথেনহাফেন বন্দর ছেড়ে যাবার কিছুক্ষণ এর মাঝেই সোভিয়েত রাশিয়ান ডুবো জাহাজ S-13 উক্ত জাহাজ কে সনাক্ত করে। রাশিয়ান ডুবোজাহাজ এর কমান্ডে ছিলেন Captain Alexander Marinesko. পর পর তিনটি টর্পেডো ছোড়া হয় MS Wilhelm Gustloff কে লক্ষ্য করে।

যাদের কোড নাম ছিল যথাক্রমে FOR MOTHERLAND, FOR SOVIET PEPOLE, FOR LELINGRAD. তিনটি টর্পেডো এর আঘাতে জাহাজ তলিয়ে জায় । জানা জায় ৯৩৪৩ জন সামরিক, বেসামরিক , নারী ও শিশু মারা জায় এই মর্মান্তিক ঘটনায়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রানহানির নৌ দুর্ঘটনা বা নৌ যুদ্ধে এক সাথে প্রান হানির ঘটনা এইটা । জার্মান রা প্রায় আরও ১ হাজার জন যাত্রিকে জীবিত উদ্ধার করতে পারে। MS Wilhelm Gustloffএ চারজন ক্যাপ্টেন এর সবাই মারা যান।

ইতিহাস কখনই হেরে যাওয়াকে মনে রাখেনা তেমনি আমাদের কাছেও এই মর্মান্তিক ঘটনা তেমন একটা পরিচিত নয়। এই আক্রমনের পক্ষে দায়সারা ভাবে কিছু যুক্তি দার করা হয় যে MS Wilhelm Gustloff হাঁসপাতাল শিপ হিসেবে চিনহিত ছিলোনা, এতে মিলিটারি ট্রুপ্স পরিবহণ করা হত, বিমান বিধ্বংসী কামান যুক্ত ছিল ইত্যাদি । কিন্তু ঐ যে সেই পুরনো “কথা ইতিহাস সর্বদা বিজয়ীর পক্ষে ” তাই সেদিনের সেই ঠাণ্ডা বাল্টিক সাগরের হিম শীতল পানিতে ডুবে মরা জার্মানদের কথা কেউ মনে রাখেনি। আর সেই সময় তা ছিল জার্মানদের পতনের সাল তাই এই ভয়াবহ ঘটনার কথা এক রকম ভুলে জাওয়াই হয়ে ছিল বাল্টিক সাগর আজকের মত ৩০ জানুয়ারির এক সকালে যে মানুষ গুলো নিজ দেশে যাবার জন্য জাহাজে উঠেছিল। যুদ্ধের ভয়াবহতায় তারা পেয়েছিল এক হিম ঠাণ্ডা করুন মৃত্যু।

তাদের কথা স্মরণ করে কেমন যেন দুঃখ লাগছে। কিছু মানুশের জেদ এর জন্য কত নিরাপরাধ মানুশকে করুন মৃত্যুবরণ করতে হয় । ৯৩৪৩ টি প্রান শেষ ধুকে ধুকে, জাহাজের ভিতরে হিম ঠাণ্ডা হিমাংকের নিচে তাপমাত্রায় মারা গেল। যুদ্ধের পর যে স্থানে MS Wilhelm Gustloff ডুবে ছিল সে জায়গাকে যুদ্ধ কবরস্থান বা war grave হিসেবে ঘোষণা দেওয়া হয়। আর সেই রুশ ডুবোজাহাজের কমান্ডার ১৯৯০ সালে hero of the soviet union পদক পান ।

কারো পৌষ মাস কারো সর্বনাশ। যুদ্ধ আমাদের কিছু ভয়ানক ঘটনার সম্মুখীন করে যখন আসলেই খুব খুব খারাপ লাগে। তথ্য সুত্র ঃ উইকি Click This Link • একান্ত সাধারন লেখনী, ভুলত্রুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।