সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি।।
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি
জাফ্রানী ঐ আলতা ঠোঁটে
মিস্টি হাসির গোলাপ ফোঁটে
মনে হয় বাতাসের ঐ দিলরুবাতে
সুর মিলিয়ে আলাপ ধরি
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি
এই রুপসী রাত আর ঐ রুপালি চাঁদ
বলে জেগে থাকো
এই লগন আর কখনো ফিরে পাবে নাকো
মখমলের ঐ সূঁচনি ঘাসে
বসলে না হয় একটু পাশে
মনে হয় মহুয়ার এই আতর মেখে
তোমার কোলে ঘুমিয়ে পড়ি
দেখো ঐ ঝিলিমিলি চাঁদ
সারারাত আকাশে শলমা জরি
এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে
এসো না গল্প করি
অডিও লিঙ্ক
মনিটরদা কে থ্যাঙ্কস গানটার জন্য।
ছবি কৃতজ্ঞতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।