আমাদের কথা খুঁজে নিন

   

আজ সন্ধ্যার জ্বর



সব রঙের কারসাজি। কারুকাজ করা আকাশ ছিল ঠিক; নদীর শরীরে ছিলো বর্ষার অনাগত কল্লোলিত ধ্বনি। ছিলো একটা শালুক; পাতা কিংবা কুড়ি, পথর অথবা নুড়ি। ছিল। ছিল রঙের কারসাজি। মুখের ওপর রঙ চাপালেই ... ব্যতিক্রম তবু এখনো মানুষ আছে রাস্তায়, আছে ভাগাড়, ভাগাড় ঘেষে কাদছে ঝিঝিরা। হায় জোনাক তোমার দুঃখ যিশুর অধিক। সেই কখন থেকে ঘেয়ো মেঘে কাঁপছে আকাশ আহা লাল, রক্তিম সন্ধ্যা, সন্ধ্যার রক্তিম আজ তোমার জ্বর! আর আমার মন ভালো নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।