কলপনার মাঝে ভেসে আছি
আমার সাথে কেউ মিথ্যা কথা বললে আমি সাধারনত তা সহজে ধরতে পারি না। ২ বছর আগে আমি যখোন অষ্টম শ্রেনীতে পড়ি তখোন আমার বোন(বড়)আমাকে ১টা কবিতা শোনাল। কবিতাটা আমার কাছে অসম্ভব ভাল লাগল, আমি বললাম কে লিখছে,ও বলল ও লিখছে। তারপর আরো কয়েকমাস পর আমি আমার বাংলা ২য় পএ বইতে দেখলাম ঐ কবিতাটি। আমি তো একেবারে 'থ'।
তারপর আরো কিছুদিন আগে ও ওর মোবাইল হাতে নিয়ে আমাকে ১টা ছড়া শুনালো। ছড়াটা এতো ভাল লাগলো যে আমি তা লিখে নিলাম। জানতে চাইলাম কে লিখছে?ও বলল ও লিখেছে। ছড়াটা দিনে কয়েকবার করে পড়তাম। ১দিন ওর মোবাইলের মেসেজ গুলো পড়তেছিলাম তারপর ওই ছড়াটার দেখা সেখানে পেলাম।
ওর কাছে জানতে চাইলাম মিথ্যা বললা কেন?ও বলল কই বলছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।