আমাদের কথা খুঁজে নিন

   

একজন তসলীমা নাসরিনের অপরাধ

চলে যাব...অনেক দূরে...যেতে হবে...যাওয়া দরকার

আমি কখনই তসলীমা'কে আমার মনের মধ্যে বসাতে পারিনি । দু'টি কারনের একটি হলো ধর্ম সেটা যে ধর্মই হোক আরেকটি মানুষ । ধর্ম নিয়ে উটকো কথা বললেই মনে হয়, সে একজন নরকের কীট । নিজের ধর্ম শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে । (তাই কৌশিকের মত অন্য কোনো ধর্মের মানুষকে খুঁচিয়ে দেখতে ইচ্ছা করেনা তার ধর্মের বিশ্বাস মলমুত্রের ন্যয় নরম কিনা ! )আর এই ধর্ম যেমন আমাকে শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে তেমনি শিখিয়েছে অন্য মানুষকেও সম্মান করতে ।

ধর্ম সম্পর্কে তসলীমা নাসরিনের মন্তব্য : ধর্মের দালান-কোঠা যদি মানুষে মানুষে ভালোবাসা নষ্ট করে তবে এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক মন্দির, মসজিদ, প্যাগোডা আর গীর্জার সকল অস্তিত্ব । ইট সুড়কিরে চেয়ে মানুষ বড়, ইট সুড়কির চেয়ে ভালোবাসা বড় । (নির্বাচিত কলাম:৯৫) ~~~~ আমি জানিনা অন্য ধর্ম বিশ্বাসীরা এই উক্তি শুনে কি বলবে কিন্তু আমি বলব, একজন উন্মাদের মুখ থেকেই এটা বের হতে পারে । তসলিমা, একটি বার চোখ খুলে দেখেছেন যখন কক্সবাজার , চট্টগ্রামে দশ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয় তখন সেই মন্দির মসজিদ আর প্যাগোডাতে চলে প্রার্থনা । প্রার্থনা চলে কোনো মানুষের যেন বিপদে না পড়ে সেজন্য ।

ধর্ম সম্পর্কে তসলীমা নাসরিনের মন্তব্য : ওরা জেরুজালেম, হেরা পর্বতে বসে ধর্ম রচনা করেছে । এই ধর্মকে ওরা পবিত্র ঘোষণা করেছে । এই পবিত্রতার দোহায় দিয়ে তোমাকে ( নারীকে ) পায়ের নিচে স্থান দিচ্ছে , আবৃত করছে , অনাবৃত করছে । ওরা তো মানুষ নয় , ওরা পুরুষ । ~~~~ হায়রে ! তুমি মুসলিম পরিবারে জন্ম নিয়ে নাম ধারণ করলে মুসলিম নাম ।

কিন্তু একটিবার কোরান পড়ে দেখার সময় তোমার হলো না । পড়ে দেখলে বুঝতে, মানুষ পারে মানব ধর্ম রচনা করতে , পারেনা ইসলাম ধর্ম রচনা করতে । কোরানটা তুলে পড়নি বলে জানলেও না একজন মায়ের ( একজন নারীর ) পায়ের নিচে সন্তানের বেহেশত । সেটা হোক ছেলে , হোক মেয়ে । ------- ------- ------- ------- ------- মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (নারী) : নারী ধর্ষণ করতে শিখুক, ব্যভিচার করতে অভ্যস্ত হোক ।

নারী খাদকের ভূমিকায় না এলে তার খাদ্য নামের কলংক ঘুচবে না । এখন ভালো কথার যুগ নয়, নীতি বাক্যের সময় নয় । কাঁটা দিয়েই আজকাল কাঁটা তুলতে হয় । (নির্বাচিত কলাম : ১০৭) ~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । উমম নাহ , তসলীমার এই মন্তব্যটি নারীদের উপর ছেড়ে দিলাম ।

একটুখানি মন দিয়ে চিন্তা করে উত্তরটা জানিয়ে দিয়ে গেলে কৃতজ্ঞ থাকব । মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (নারী) : পুরুষকে খুশী করা ছাড়া সাধারণত নারীর অন্য কোনো কাজ নেই । ~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । উমম নাহ , তসলীমার এই মন্তব্যটি নারীদের উপর ছেড়ে দিলাম । একটুখানি মন দিয়ে চিন্তা করে উত্তরটা জানিয়ে দিয়ে গেলে কৃতজ্ঞ থাকব ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : নারীকে নারী অংগের বাইরে কেও কল্পনা করার অভ্যাস কারো গড়ে ওঠেনি । এই অংগকে পুরুষেরা বরাবরই খাদ্য হিসাবে গ্রহন করেছে । ( নির্বাচিত কলাম:১০৬) ~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন এবং তসলীমা নাসরিনের বক্তব্যের সাথে একমত হওয়া পুরুষ মানুষ । আমি নারীকে মনে করি মা , নারীকে মনে করি বোন , নারীকে মনে করি খালা , নারীকে মনে করি নিজের সুন্দর স্ত্রী । আর শ্রেষ্ঠ সম্মানগুলো তাদেরই করি ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : স্ত্রৈণ শব্দটির অর্থ স্ত্রীর অতিশয় বাধ্য । অর্থাৎ যে ছেলে তার স্ত্রীর অতিশয় বাধ্য তাকে স্ত্রৈণ বলা হয় । কিন্তু যে ছেলে স্ত্রৈণ তাকে কেউ ভালো চোখে দেখে না । বরং তার দিকে তাকিয়ে আড়চোখে তাকিয়ে উপহাসের হাসি হাসে । (নির্বাচিত কলাম : ৫১-৫২) ~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরীন ।

আমি আমার স্ত্রীর অতিশয় বাধ্য , তাই বলে শুনতে হয়নি কোনো কটুকথা , পরতে হয়নি কোনো উপহাসে । বরং দেখে এসেছি যারা তাদের স্ত্রীকে জ্বালিয়ে মারে তাদের উপর সমাজের শাস্তি । মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : যে তুমি মুখ থুবড়ে পড়ে আছো নারী, তোমার সারা শরীরে পুরুষের কামড় । তোমাকে শুকতে একটি কুকুরও বেদনায় নীল হবে সেই তোমাকেই যদি কেও পুনরায় কামড়ায় সে কোনো শূকর নয় সে কোনো কাল কেউটে নয় সে পুরুষ । ~~~~ হায়রে তসলিমা ! ভুলে গেলে তোমার জন্মদাতা পিতাও একজন পুরুষ ? আর কিছু মানুষের জন্য সম্পূর্ণ পুরুষ জাতীকে তুলনা করলে শূকরের চেয়ে নিকৃষ্ঠ ? করুণা তোমার জন্য ।

মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : ওরা মৃত্যুর আরেক নাম , ওরা পরুষ । তোমার দিকে ধেয়ে আসা পুরুষেরা মূলত আসে অবাধ কাম ও অনিয়ন্ত্রিত ক্রোধের কারণে , কতৃত্ব বোধের ক্রোধ । ~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । আমি নারীর ( আমার মা )'র দিকে যাই একটু স্নেহ পাওয়ার জন্য , একটু মমতা পাওয়ার জন্য । মানুষ সম্পর্কে তসলিমার মন্তব্য (পুরুষ) : ওরা তোমার বিকেলের চায়ে বিষ মিশিয়ে দেবে ওরা দল বেধে তোমাকে ধর্ষণ করতে আসবে , ওরা মানুষ নয় ওরা পুরুষ ।

~~~~ আমি দুঃখিত তসলীমা নাসরিন । আমরা বিকেলের চা একসাথে খাই মা , বোন আর স্ত্রীর সাথে । আমি দুঃখিত তসলীমা নাসরিন , খুব দেখার ইচ্ছা হলে ধর্ম নিয়ে বাড়াবাড়ির শাস্তি , দেখার ইচ্ছা ছিলো পুরুষ-নারীকে নিয়ে কটূ কথা বলার শাস্তি । ইচ্ছাটাকে এখনো দমন করিনি । চেয়ে আছি ।

আর এই ব্লগের যারা দোষ দেখতে চেয়েছিলেন তাদের জন্য উপরের পয়েন্ট গুলা দিলাম । অবশ্য যারা তসলিমার মত মানব ধর্মে নিয়ে আছেন তারা ধর্ম সম্পর্কে কটূ কথা বললেও তাদের লাগবে না । তবে একটিবার চিন্তা করে দেখুন তো আশেপাসের পুরুষ আর নারীদেরকে নিয়ে করা মন্তব্যগুলো কতটা বিবেক সম্পন্ন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।