সারাদেশে পরিবারতন্ত্রের ধূয়া উড়াইয়া আমাদের কতিপয় মুরুব্বীগণ দেশে নয়া এক শাসন চালু করিয়াছেন... এই শাসনের চরিত্র/ক্যাটাগরী কিংবা সংজ্ঞা নির্ধারণ নিয়া অবশ্য আমাদের দেশের রাষ্ট্রবিজ্ঞানীরাও হিমশিম খাইয়াছেন... খাইতাছেন এখনও। তাই শান্তির চরমে উইঠা আমাদের দিন এখন কাটে চরমতম গরমে...
যাইহোক, আমার অ-পরিবারতন্ত্রের একটি দুঃখের কথা বলি। টুকটাক বাণিজ্য করি বইলা হামেশাই আমাকে ব্যাংকে চেক নিয়া দৌঁড়াদৌঁড়ি করিতে হয়। আমার ছোট ভাই-ই সাধারণত এই কাজটি বেশি করে। কিন্তু সেদিন কী মনে কইরা বিশ্বাসের ধূয়া উড়াইয়া আমার ভাইজান আমাদের পাশের চা দোকানের এক কর্মচারীকে চেকটি দেয় ব্যাংক থেকে ক্যাশ কইরা আনার জন্য...
তারপর? অ-পরিবারতন্ত্রের খেসারাত!!! উধাও... দোকানের ঐ কর্মচারী উধাও...সাথে উধাও আমার চেক...টাকাও। একটু ডিটেইল ভাইবা দেখলাম... এরইমধ্যে আমাদের দেশ থেইক্যা পাটকল মোটামুটি উধাও... তেল-গ্যাস উধাও হইবার পথে... আরো কী কী বাকী থাকে জানি না। কারণ আমরা আমাদের পেট চালাইতে এতটাই ব্যস্ত যে আমাদের মগজ থেকে আমাদের চিন্তাশক্তিও প্রায় উধাও...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।