আমাদের কথা খুঁজে নিন

   

এক ঠ্যাং চালের লাইনে এক ঠ্যাং পানির লাইনে (অপারেশন পানি-ভাত)

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

ভাত না দিবি তো পানি দে, আর পানি না দিবি তো বিষ দে। চারিদেকে পানির জন্য হাহাকার। একেতেই প্রচন্ড গরম। পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। গভীর নলকুপ লাগিয়েও পানি তোলা যাচ্ছে না।

তারউপর বিদ্যুত নেই। পানির পাম্পগুলো বিদ্যুতের অভাবে পানি তুলতে পারছে না। আর কয়টা পানির পাম্পে জেনারেটর আছে? ওগুলো আছে অভিজাত এলাকায়। যেখানে ভদ্র মানুষের বসবাস। আর কত দেখবো? মানুষ এতদিন ভাতের চালের জন্য লাইনে দাঁড়াতো।

আর এখন পানির জন্য লাইনে দাঁড়াচ্ছে। তাহলে একটা মানুষ দুইটা লাইনে দাঁড়াবে কি ভাবে? কোন সমস্যা নাই। বুদ্ধি আছে। এক ঠ্যাং চালের লাইনে এক ঠ্যাং পানির নেওয়ার লাইনে। বাহ!! কি চমৎকার।

নতুন করে নামকরন করা হবে "অপারেশন পানি ভাত"। পানি দিয়া ভাত খা। সেনাবাহিনী ভাইদের নাকি তলব করা হযেছে এর সুব্যাবস্থা করার জন্য। ওনারা ওনাদের জলপাই দেহ নিয়ে দাঁড়িয়ে আছে পানির পাম্পগুলোর সামনে। নে বাঙ্গালী পানি নে! পানি খাইয়া বাইচা থাক!! পানি নিয়ে নাকি স্বজনপ্রীতি হচ্ছে।

আবার পানি নাকি বিক্রিও হচ্ছে কালোবাজারী করে। যার পকেটে টাকা সে পাচ্ছে পানি। আহা, পৃথিবীর তিন ভাগ জল হয়েও মানুষ আজ পানি পাচ্ছেনা। পানি নিয়েই এখন যুদ্ধ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।