আমাদের কথা খুঁজে নিন

   

৭০ প্রেক্ষাগৃহে শাকিবের ‘নিষ্পাপ মুন্না’

ঢাকাসহ সারা দেশের ৭০টি প্রেক্ষাগৃহে ৩১ মে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘নিষ্পাপ মুন্না’। ছবিটি ডিজিটাল ও অ্যানালগ দুই ফরম্যাটেই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন।

শাকিব ছাড়াও ‘নিষ্পাপ মুন্না’ ছবিতে অভিনয় করেছেন সাহারা, মিশা সওদাগর, আলীরাজ, রেহানা জলি, নাসরিন, আফজাল, ইলিয়াস কোবরা প্রমুখ।

ছবি প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এ ছবির কাহিনিতে নতুনত্ব আছে। আমার বিশ্বাস দর্শকের কাছে ভালো লাগবে ছবিটি।

এতে মোট পাঁচটি গান রয়েছে। আমার মনে হয়, গানগুলো সবার অনেক ভালো লাগবে। ’

‘নিষ্পাপ মুন্না’ ছবির গল্প প্রসঙ্গে বদিউল আলম খোকন জানিয়েছেন, ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান (মুন্না)। তাঁর জন্ম কারাগারে। জন্মের সময় তাঁর মা মারা যান।

এরপর মুন্নাকে লালন পালনের জন্য কারাগার থেকে নিজ বাড়িতে নিয়ে যান এক কারারক্ষী। কারারক্ষীর স্ত্রী নিজের ছেলের মতো লালন পালন করেন মুন্নাকে। কিন্তু পরিবারের অন্য সদস্যেরা মুন্নাকে সহজে মেনে নিতে পারে না। একসময় খুনের দায়ে ১২ বছরের কারাদণ্ড হয় মুন্নার। কারাগার থেকে ফিরে আবার মুন্না এক সময়ের আশ্রয়দাতা কারারক্ষীর বাসায় আসে।

এর মধ্যে একই মহল্লার একটা মেয়ের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে ‘নিষ্পাপ মুন্না’ ছবির গল্প।

‘নিষ্পাপ মুন্না’ ছবির গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। আলী আকরাম শুভর সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, পলাশ, মুন ও অনিমা ডি কষ্টা। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।