ব্লগের এ-তিমদের দিনকাল এখন খুবই খারাপ যাচ্ছে। বাম-রামদের সৈনিকেরা যারা রাস্তায় মানুষ পিটায়া মারতো তারা এখন, নিজেদের পিঠে প্রাকটিস করছে। পদের জন্য আর স্বার্থের জন্য শিক্ষিত নামের এই মুজিবি আদর্শের ক্যাডারগুলো কত বর্বর হতে পারে তা দেখায়া যাচ্ছে ঢাবিতে। এরাই ক্ষমতার জন্য অন্য আদর্শের মানুষগুলোকে খুন করতে পরোয়া করেনা।
ব্লগরে এতিমগুলা এখন পুরা এ-তিম। হাত কামড়ায় আর ভাবে- ইশ এমন একটা ঘটনা যদি ঘটতো ইসলাম পন্থীদের মধ্যে, কত বেপরোয়া গলাবাজি করা যাইতো, চৌদ্দগোষ্ঠি উদ্ধার করে পাকিস্তান পর্যন্ত পাঠানো যাইতো। কিন্তু ঘটনা উল্টা। এই এক চক্ষু এ-তিমরা এর বিরুদ্ধে কোন কথা তো কখোনোই বলবেনা, বরং কি করা যায়। বিড়ালটা থলের মধ্যে নিয়া সেই পুরানা ছাগু খোজার কাজে আত্মনিয়োগ করে আছে। কিন্তু ত্রিভুজ কাজটা কেমন করল? বিড়ালটা বাইর কইরা দিল!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।