চোখ মেলে দেখি জানালায় ভোরের পাখি
১.
সকাল হলেই সবুজ পাতার ফাক গলিয়ে ফালি ফালি রোদ হুড়মুড়িয়ে আছরে পড়ে আমার বারান্দায়। কিংবা আমার ছোট্ট বারান্দা কি এক আগ্রহে মুখ বাড়িয়ে দেয় সবুজের পানে। একটু দুরে একটা নিম গাছ ঠায় দাড়িয়ে থাকে। কচি রোদের ছিটায় নতুন পাতারা চমকায়। ঠিকরে পড়া আলো আমার চোখ আর সহ্য করতে পারেনা।
বৈশাখী উষ্মতায় পৃথিবী এখন হাপাচ্ছে। জ্বলে পুড়ে যাচ্ছে বাংলাদেশ। একটু শীতলতা,একটু শান্তি এখন পরম আকাংখিত।
কাল বৈশাখী! তোমার কি আসার সময় হলো?
২.
লাগছে গরম, ভীষন গরম
মশার কামড় নরম নরম
টিকটিকিটা বন্ধু পরম
টিক টিক ঠিক ঠিক।
লোডশেডিংয়ের অন্ধকারে
বই খাতা সব বন্ধ করে
গামছা কাঁধে লুঙ্গি পড়ে
ছুটছি দিগ্বিদিক।
৩.
মোমবাতিটা জ্বলছে জ্বলুক
ছোট্ট চাচা বকে বকুক
কালকে স্যারের বেতটা পড়ুক
এখন আমি নাই।
তারার মেলা আকাশ জুড়ে
একটি তারা অনেক দূরে
সেই তারাকে বন্ধু করে
আনন্দে গান গাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।