যখন আমি থাকবনা'ক
এই পৃথিবীর কোলে,
বন্দু তুমি সেদিন কি'গো,
যাবে আমায় ভূলে?
আমার জন্য তোমার মনে,
লাগবে কি গো ব্যাথা?
ঝড়বে কি জল আখিঁ পাতে,
ভাবলে আমার কথা?
তোমার সাথে একা একা
স্বপ্নে যদি দেইগো দেখা,
ভয় পেয়ো না বন্দু তবে,
চলে যাব একটু পরে।
কোন এক মাধবী রাতে
আসবে কি গো মৃদু পায়ে
দেবে কিগো ফুল ছড়িয়ে
আমার-ই সমাধির পাশে?
আমার লাগি তোমার আখিঁ
যদি জলে ভরে...............
কেঁদো নাক প্রিয়তম
ভ্বলে যেও একটু পরে।
আমি তো বন্দু পথের ধূলো
মিশে যাব এই ধরাতে
লাভ কি বল এই ধরাতে
মিছে মায়ার জ্বালা পেতে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।