আমাদের কথা খুঁজে নিন

   

জোছনা-বিলাস

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

হাতটা একটু বাড়াও দেখি এগিয়ে নিয়ে যাই জোছনা আলোকিত রাতের পৃথিবীতে ঘরছাড়া হয়ে ছায়া থেকে সরে আসো আলোতে দাড়াও ''চাদের আলোয়" তোমার আলোকিত মায়াবী মুখটা দেখি আসো জোছনা বিলাস করি কিছুক্ষণ মিশে থাকি রাতের মাঝে স্মৃতি হয়ে থাক জীবনের ডায়রীতে চেয়ে দেখ ভাসছে চারিদিক চাদের আলোয়;যেন গোসলে ব্যস্ত মাট-ঘাট, বাড়ি-ঘর, তুমি-আমি হাতটা ধরে থাকো আরো কিছুক্ষণ হাটি এই ঘরছাড়া চাদের আলোয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।