আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার মনটা ভাল নেই

একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার

আজ ২২ শে এপ্রিল, আমার ম্যারেজ ডে। এসব স্পেশাল ডে ইনজয় করা অনেক আগেই ফুরিয়ে গেছে। অনেক ব্যাস্ততায় এসব আর এখন হয়ে উঠে না। যদিও চেষ্টা করবো অফিস থেকে বাসায় যাওয়ার সময় আমার স্ত্রীর জন্য কোন গিফট কিনে নিয়ে যেতে। সংসার খুবই কঠিন জিনিস।

কিন্তু আমি সাংসারিক দিক থেকে যথেষ্ট হ্যাপি। গত মাসে আম্মার অপারেশন হয়েছে ব্যাকবোনে। এখনও তিনি খুব ভাল করে হাটতে পারেন না। উনি বাহিরে থাকতেন দেশে আসার পরই অপারেশন হয়েছে। আবার আমার ছেলেটার গত ৭ দিন যাবত জ্বর।

সবসময় ১০২-১০৩ ডিগ্রি জ্বর থাকে। এদিকে অফিসে কাজের চাপ। কোন ফুরসুত নেই। কখনও একটু বাড়তি ১ মিনিট অবসর পাই না। শেষ কবে আরাম করে ঘুমিয়েছি তা মনে নেই।

কত রাত যে ঘুমাই না। দেহের শক্তির বিরুদ্ধে দেহকে ঠেলে নিয়ে যাচ্ছি। এদিকে বাজারের বাড়তি দামের কষাঘাতে জর্জরিত হচ্ছি। কুলিয়ে উঠতে পারছি না। জানিনা কবে এই দুঃখের অবসান হবে।

মাথায় অনেক প্রেসার। সব জট লেগে আছে। কোন সমাধান পাচ্ছিনা। আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।