আমাদের কথা খুঁজে নিন

   

: আমাকে কুড়ায় নাও ঝিনুকের মত



20/09/2005 আকাশ নিঝুম হয় পাহাড়ীর উপর। পাহাড়ের ঢাল বেয়ে হরিণীরা নিচে নেমে আসে পায়ে পায়ে.. ঝরনায় ঠোঁট ছোঁয় গভীর তৃষ্ণায়; আমি আজ ঘরত্যাগী অচিন মানুষ, সমুদ্রে যেতে চাই নির্জনতার লোভে গভীর ক্ষতের রঙ আকাশের বুকে- বালির উপর বসে দেখতে চাই একা। আশ্বিনের পূর্ণিমার রাতে; রাত যখন নিঝুম হয় পাহাড়ীর উপর কুমারীর দুই স্তন ভরে উঠে দুধে, জীবন যখন আরও জন্মাতে চায় হৃদয় যখন খুঁজে ফিরে নির্জনতা, গভীর তৃষ্ণা জাগে শরীরের মনে দুঃখ নিবিড় হয় ভাটার বন্ধনে, আমাকে কুড়ায় নাও ঝিনুকের মত বালির উপর আমি শুয়ে আছি একা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।