অনির্বাণ আমি...
বিল গেটস মাইক্রোসফট ইউরোপ এর চেয়্যারম্যান নির্বাচনের জন্য দরখাষ্ত আহবান করলো। যারা আবেদন করলো তাদের সবাই কে একটা বিশাল কনফারেন্স রুমে বসানো হলো। মোট ৫০০০ জন। তাদের মধ্যে এক জন হলো আমাদের বাংলাদেশের মফিজুর রহমান মফিজ।
বিল গেটস প্রথমেই সবাই কে ধণ্যবাদ দিল আসার জন্য।
তারপর বললো আপনাদের মধ্যে যারা জাভা প্রোগ্রামিং জানেন না তারা চলে যান। এই কথা শুনে ২০০০ জন চলে গেল। আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো জাভা জানি না, কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়। এই চিন্তা করে মফিজ থেকে গেল।
এর পর বিল গেটস বললো আপনাদের মধ্যে যাদের কমপক্ষে ১০০ মানুষ ম্যানেজ করার অভিঙ্গতা নাই তারা চলে যান।
এই কথা শুনে আরো ২০০০ জন চলে গেল। আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো কখোনো ১ জন কে ও ম্যানেজ করি নাই , কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়। এই চিন্তা করে মফিজ থেকে গেল।
এর পর বিল গেটস বললো আপনাদের মধ্যে যাদের ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা নাই তারা চলে যান। এই কথা শুনে আরো ৫০০ জন চলে গেল
আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো ১৫ বছর বয়সেই ষ্কুল ছেডেছি ডিপ্লোমা তো অনেক দুর, কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়।
এই চিন্তা করে মফিজ থেকে গেল
এর পর বিল গেটস বাকি দের বললো আপনাদের মধ্যে যারা সার্ব বা ক্রোয়াট ভাষা জানেন না তারা চলে যান। এই কথা শুনে আরো ৪৯৮ জন চলে গেল। আমাদের মফিজ মনে মনে ভাবলো আমি তো সার্ব বা ক্রোয়াট ভাষায় একটা লাইন ও বলতে পারি না। কিন্তু আমি থাকলে ও তো আমার কিছু হারানোর নাই, দেখি কি হয়। এই চিন্তা করে মফিজ থেকে গেল আর দেখলো তার সাথে আর ১ জন মাএ আছে।
বাকি সবাই চলে গেছে।
এর পর বিল গেটস ২ জনের পাশে এসে বসলো আর বললো শুধুমাএ আপনারা ২ জন ই আছেন যারা সার্ব বা ক্রোয়াট ভাষা জানেন এবং বাকি সব কিছু ও পার করে এসছেন। এখন আপনারা ২ জন ২ জনের সাথে সার্ব বা ক্রোয়াট ভাষায় কথা বলেন, আমি শুনতে চাই।
এই কথা শুনে আমাদের মফিজ আষ্তে করে আরেক জনের দিকে ফিরলো, তারপর বললো..."কি খবর ভাইজান? কেমন আছেন??"
তখন অপর জন বললো..."ভালো আছি ভাইজান"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।