আমাদের কথা খুঁজে নিন

   

জি. এইচ. হাবীব-এর রণ(ভঙ্গ) সঙ্গীত



জি. এইচ. হাবীব সম্পর্কে যা বলব কম বলা হবে। দুদিন আগে পোঁটলাতে এটা এল। ওর অনুমতি ছাড়াই পোস্টায়েছিলাম। পরদিন তিনি একটু পরিমার্জনিয়েছেন। সেটাও পোস্টিয়েছিলাম।

পরে আজ (২৫.০৪.০৮) মেইল খুলে আরেক খসড়া পাই। এটাও খুব হাবিবীয়। কী আর করা! রণ (ভঙ্গ) সঙ্গীত ======== জি এইচ হাবীব (বাংলা প্যারডি সঙ্গীতে জি. এইচ. হাবীবের অবদান) চাল চাল চাল! ঊর্ধ গগনে ওঠে যে ডাল, নিম্নে উতলা ভাতের থাল, অরুণ প্রাতে একি আকাল! চাল রে, চাল রে, চাল চাল চাল চাল ॥ বিডিআর শপে গিয়া সকাল, আমরা আনিব সস্তা চাল, আমরা টুটাব ক্ষুধার কাল, কিনিয়া তেল ও ডাল। কাঁদিয়া ককিয়া গাহিয়া গান, সজীব করিব ন্যাতানো প্রাণ, যদিও জানি যে কমিবে কাল চুলায় ভাতের জ্বাল! চাল দে, নও-জোয়ান, জলদি খুলে দোকান, কত আর রবে লাইনে দাঁড়ায়ে হিন্দু, মুসলমান। চাল রে চাল রে চাল।

চাল চাল চাল ॥ (এই বেচাল প্যাচালের জন্যে কাজী নজরুল ইসলামের কাছে মাপ্রার্থনাপূর্বক)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।