আমাদের কথা খুঁজে নিন

   

পোপ বেনেডিক্ট ষোড়শ এর যুক্তরাষ্ট্র সফর



পোপ বেনেডিক্ট ষোড়শ এর যুক্তরাষ্ট্র সফর নিয়ে এখন কাঁপছে মার্কিন মুল্লুক। ওয়াশিংটন সফর শেষে এখন তিনি নিউইয়র্কে। ১৮ এপ্রিল ২০০৮ , শুক্রবার নিউইয়র্ক ছিল নিরাপত্তার চাদরে মোড়া। সকালে কর্মস্থলে পৌঁছাতেই বেগ পেতে হলো আমাকে। জাতিসংঘ এলাকার কাছে কাজ করার দুর্ভোগ এভাবে মাঝে মাঝে আমাকে পোহাতে হয়।

বিশেষ করে সাধারণ অধিবেশন শুরু হলে। পোপ ও শুক্রবার ভাষণ দিলেন জাতিসংঘে। এর আগে পোপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন চার্চের যাজকদের দ্বারা যৌন নিপীড়িত দের সাথে একান্তে দেখা ও প্রার্থনা করেন। চার্চে যৌন নিপীড়নের ঘটনাকে ''চরম লজ্জাজনক'' বলে মন্তব্য করেন,পোপ। উল্লেখ্য , চার্চে যৌনপীড়নের ঘটনা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে।

বিকেল সাড়ে পাঁচটায় কর্মস্থল থেকে বেরিয়েই দেখি সড়কগুলো দখল করে রেখেছে পোপের বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভকারি। একজন আমাকে একটা লিফলেট ধরিয়ে দিলো। এতে বেশ কিছু তথ্য আমার নজর কাড়লো। পোপ শো আপনাকে কিভাবে আক্রান্ত করছে ? ১। ১৯৮৪ সালে পোপ জন পলের কানাডা সফরে ২১ মিলিয়ন ডলার খরচ হয়।

কুইবেক প্রদেশে খরচ হয় ২ মিলিয়ন ডলার। ২। ১৯৮৭ সালে পোপ জন পলের আমেরিকা সফরে খরচ হয় , সান ফ্রানসিসকো - ৩.৩ মিলিয়ন, লস এন্জেলেস - ৩.৫ মিলিয়ন, মন্টেরি ( ৬ ঘন্টা অবস্থান ) - ১.৮ মিলিয়ন, নিউঅরলিন্স - ২.৫ মিলিয়ন, সান এনটনিও(রাত্রি যাপন)- ২.৫ মিলিয়ন। ৩। ১৯৯৯ পোপের একদিন ভিজিট , সেন্ট লুইসে খরচ ৭ মিলিয়ন ডলার।

৪। ২০০২ ওয়ার্ল্ড ই্য়ু্থ ডে ইন টরোন্ট উপলক্ষে খরচ ৮০ মিলিয়ন ডলার। বিক্ষোভকারিরা বলছে - ''গড, ইয়েস '' ''চার্চ , নো '' তাদের কথা হচ্ছে এই যে অর্থ অপচয় , তা পরিশোধ করছে ট্যাক্স প্রদানকারিরাই । আর চার্চের নামে যৌননিপীড়ন সহ অনেক অপকর্ম ই করছে কিছু যাজকরা। মানব সভ্যতা, ধর্মের নামে কোনো হীনকর্মকেই মেনে নেয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।