আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
আমি বাঙালী। চিরকাল সমান রাস্তায় চলে অভ্যাস।
তবে যেহেতু আমার ভ্রমনের নেশা আছে, তাই অনেকবার অনেক জায়গায় ট্রেকিং করেছি। কখনো পাহাড়ী চড়াই উৎরাই পেরিয়েছি, কখনো আবার সমুদ্রের বেলাভূমির বালুকণায় পদক্ষেপ রেখেছি অথবা কোথাও জঙ্গলের মধ্যেও ট্রেক করেছি। এক এক ধরনের ট্রেকিং এ এক এক রকম মজা। পুরোটাই যে মজা তা বলব না অভ্যাস না থাকলে কিছুটা কষ্টও হয় অবশ্য।
যাইহোক, পাহাড়ে ট্রেক করলে বিশেষ যে জিনিসগুলো পাই তা হল পরিশুদ্ধ বাতাস ও পাহাড়ী গাছপালার গন্ধ।
পাহাড়ের অনেক গাছই দেখতে খুব সুন্দর। দক্ষিন ভারতের পাহাড়গুলোতে বেশীরভাগ যে গাছ দেখা যায় তা হল রোডোডেনড্রন, গুলমোহর, ক্যন্ডেল পাইন, সিলভার ওক ইত্যাদি। এছাড়া আছে অসংখ্য নাম না জানা অর্কিড। এদের সৌন্দর্য দেখলে মন ভরে যায়। আমি নানা সময় দক্ষিন ভারতের নানা পাহাড়ে ট্রেক করেছি, যেমন কোদাই কানাল, উটি, কুন্নুর, ভালপারাই ইত্যাদি।
কিছু পাহাড়ী ফুল পাতার ছবি আমার ব্লগের বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম।
ছবি পরিচিতি:
১। নাম না জানা একটা অর্কিড
২ - ৪। ব্লু বেলস্
৫ - ৬। ক্যালেনডুলা
৭ - ৮।
এগুলো ফুল নয়, পাতা। রোডোডেনড্রন গাছের পাতা যখন কচি থাকে তখন সেটা লাল রঙের হয়। পরে পরিনত অবস্হায় সেটা সবুজ হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।