আমাদের কথা খুঁজে নিন

   

সাফ ফুটবলের ফাইনালে ভারত

এ নিয়ে টানা তৃতীয়বার ফাইনালে উঠলো ভারত। বুধবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে হারিয়ে ফাইনালে ওঠা আফগানিস্তান। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার অর্নব কুমার মন্ডল। ডি বক্সের সামনে থেকে আচমকা শটে গোল করে ম্যাচের শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ভারতকে উৎসবে মাতিয়ে তোলেন তিনি। পরে ম্যাচে রেফারির ‘বিতর্কিত’ ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মালদ্বীপের খেলোয়াড়-কর্মকর্তারা।

ম্যাচের ৭৩ মিনিটে মিনিটে বক্সের ভেতরে ভারতীয় গোল রক্ষক সুব্রত পাল মালদ্বীপ স্ট্রাইকার আলী আশফাককে ফাউল করলেও জর্ডানের রেফারি ইদহাম মোহাম্মদ পেনাল্টি দেননি। উল্টো আলী আশফাককে হলুদ কার্ড দেখান রেফারি। যা নিয়ে বির্তকের সূচনা হয়। ম্যাচ শেষ হওয়ার পর এই বিতর্ক আরও বেড়ে যায় মালদ্বীপ খেলোয়াড়রা রেফারিকে ঘিরে ধরলে। তখন তাদের দুই খেলোয়াড়কে লালকার্ড দেখান রেফারি।

তাই ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য খেলোয়াড়দের মধ্যেও। মালদ্বীপ খেলোয়াড়রা একযোগে রেফারিকে ধাওয়া করেন। পরে নেপাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বলা যায় ভাগ্যের জোরেই ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্ব থেকে অনেকটা খুড়িয়ে খুড়িয়েই সেমি-ফাইনালে উঠেছিল ছয়বারের চ্যাম্পিয়নরা।

ভাগ্যকে সঙ্গী করে পাকিস্তানের সঙ্গে সমান চার পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ চারে আসে ভারত। আর গ্রুপ পর্বে অসাধারণ খেলা মালদ্বীপ সেমিতে হেরে গেলো। এভাবে পরাজয় মেনে নিতে পারেননি মালদ্বীপের হাঙ্গেরীয় কোচ ইস্তভান উরবানি। “রেফারি আমাদের হারিয়েছে। রেফারি আসলে মাঠে কৌতুক করতে নেমেছে।

সে আমাদের দুইটা পেনাল্টি দেয়নি। যে খেলোয়াড় (আশফাক) দশ গোল করেছে সে কখনও মাঠে পেনাল্টির জন্য অভিনয় করতে পারে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।