আমাদের কথা খুঁজে নিন

   

চলো যুদ্ধে যাই....., মানুষ হই।

আমার কথা শুনিতে খারাপ লাগে তাদের..., যারা অন্যের গৌরবে গর্ভবতী আগে থেকেই। সে গর্ভবতী নর নারীদের বমি হইবার সম্ভবনা শত ভাগ। তাই সাবধানে..... :) http://shonarbangla-blog.blogspot.com/

বর্ণ বৈষম্য, নারী বৈষম্য, বাণিজ্য বৈষম্য আজকাল আবার যাত্রী বৈষম্যের বাজার সৃষ্টি হয়েছে! অন্যায় বৈষম্যের বিরুদ্ধীতা করলে যদি ভারতমাতার বিরুদ্ধীতা হয়ে যায় আমার কিছুই করার নাই। বঙদেশই আমার মা তাই খালার অন্যয়ের বিরুদ্ধীতা ও করা যাবে না এমন তো নয় আমার স্বাধীনতা। কত কি বৈষম্যের রের্কড বাজে আমি ও শুনছিলাম আর দুঃখ করছিলাম.. মানুষ কিভাবে এমন হয়? আজকাল তো সত্য কথা কইতে গেলে দৌড়ানী খাইতে হয় ব্লগে!! অনেকে আবার উপদেশ দেয় এমনে এমনে লেখবেন তা হইলে সব পরিস্কার হয়ে যাবে...., অতি আশ্চর্যের বিষয় হলো সে মানুষ ও তেমনে তেমনে ..... হইতে লাগিলো! এই ভাবে এই ভাবে ধোলাই দিবেন...., এরা নাকি আবার বিশিষ্ট এন তেন ব্লগার ।

মানুষ ভন্ড হয় নিচে নামে আর কত? কতটুকু নিচে নামলে বলো মুক্তমনা হওয়া যাবে? চেতনা যুগে যুগে জন্ম নেয় জন্মভূমি একবারই জন্ম নেয়। দেশের পক্ষে কইতে গেলে ও দৌড়ানী খাইতে হয় আবার তারাই বলে আমরা দেশ পক্ষে। এই ব্লগ আজব আজব সব পথায় ভইরা গেছে! তা অবশ্য মুক্ত পথা , মুক্ত পথা কিন্তু জায়েজ যদি ও আমি পথা বিরুদ্ধী, কারন আমি কইতে আছি সে জন্য! আবার সকালে এক কথা তো রাতে আরেক কথা! সময়ে সময়ে অবশ্য কেউ কেউ গ্রুপ ব্লগ নিয়ে আপত্তি জানিয়ে ছিলো, আবার তারাই গ্রুপ খুলেছে প্রথমে! এতিম প্রকাশনা মার্কেটে গেছে বৈষ্যম ছাড়া?? তা ও আবার মুক্তমনার বেশ ধইরা..!! মাঝে মাঝে মনে হয় আমরা বাঙালীরা এমনই। আপন করিতে জানি না পর করিতেই ব্যকুল আমাদের চেতনা! কিছু কিছু শব্দ বা বাক্যের হেতু কে আমার গোষ্টি চেতনার মধ্য দিয়ে দেখি, আর ভাবি ইহা আমাদের জন্য....। ভুলে ও যদি ভুল করি বা ঠান্ডা মাথায় করা অন্যায়ের পরে ও দোষ স্বীকার করতে আমাদের অহীনা!!! ভুল স্বীকার করা যে কত মহৎ কাজ সে জিনিষটাই মনে(মাঝে মাঝে)হয় আমাদের বাঙালীদের মধ্যে নাই! আমরা প্রয়োজনে একই পথের পথিক কে পথে নামিয়ে দেবো শুধু মাত্র ব্যক্তি বিরুদ্ধীতার জন্য বা মতের অমিলের জন্য।

আমাদের পথ যে এমনই তা কিন্তু কবি গুরু আগে ভাগে বলে গিয়েছিলেন, আজকাল এই কথা অন্য কেউ কইলে রাজাকার হয়ে যেতো। এ পৃথিবীর সংখ্যা গরিষ্ট মানুষই নিজের সুখে সুখ খুজে পায়। আবার তারাই বৈষ্যম বিরুদ্ধী গান গায়! সব কিছুই যেন দখল হয়ে যাচ্ছে টের্ডমার্কে। মানবতাবাদীদের মানবতায় স্বার্থের গন্ধ । ফতোয়াবাজদের ফতোয়া।

ফতোয়া বিরুদ্ধীদের ফতোয়া। মাঝ খানে আমরা পইরা আছি মাইনকা চিপায়। স্বার্থ ছাড়া কিছু নাই, সব কিছুতেই হিংসাত্বতের হিংস্রবাণী। আমরা আজ ও মানুষ হইনি শুধু বাঙালীই রয়ে গেছি। যতই তন্ত্র মন্ত্রের গুন গান বাজে কোন কাজ হবে না যদি শ্রোতা মানুষ না হয়।

বঙদেশে মানুষ কম অন্য প্রাণী বেশী। মানুষে মানুষে এমন হয় না, পশু আর মানুষে হয়। কেন জানি আবার আবার আমার ভেতরটা বলে উঠে চলো আবার যুদ্ধে যাই... কে টানে আমারে....? কিসের টান..? এ যুদ্ধ হবেই। আজ না হোক কাল, কাল না হোক আগামীর কোন দিনে....., চলো যুদ্ধে যাই ........, মানুষ হই। এ যুদ্ধে প্রাণী হত্যা হবে না.., শুধু মানুষ হবে যারা এখন আর মানুষ নেই .....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।