আমাদের কথা খুঁজে নিন

   

ধন ধান্যে পুষ্পে ভরা......আমাদের এ বসুন্ধরা......।।

ধন ধান্নে পুষ্পে ভরা......আমাদের এ বসুন্ধরা......।।

সোনার বাংলা আজো কি স্বপ্ন দেখে............???? আজো সিঙ্গাপুর, মালয়েশিয়া, নিউইয়উর্ক,লন্ডনে প্রবাসী বাঙ্গালীরা ঠিকই চাওয়া মাত্রই বড় বড় ইলিশ, পাবদা, রুই, কাতল খেতে পাচ্ছে, যা তুলনামুলক ভাবে ঢাকার বাজারের চেয়ে সস্তা, আর বাংলাদেশে ইলিশের আকাল। বাংলার কৃষকের মুখে আজ আর সেই প্রাণবন্ত হাসি নেই। নেই আর সেই গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ। চিরসবুজ বাংলার বাতাস আজ বিষাক্ত, পানিতে পচা গন্ধ।শহরের মানুষের জীবন হয়ে গেছে যান্ত্রিক,নীল আকাশ তাদের মনে আর ধরা দেয়না।তবুও যারা একটু নীল দেখতে চায়,তাদের জন্য আমাদের কি কিছুই করার নেই? অথচ একটু সচেতনতাই ফিরিয়ে দিতে পারে আমাদের দীর্ঘ বিশুদ্ধ প্রশ্বাস।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।