১৭ ই এপ্রিল........"লাল দরজার "শুভ জন্মদিন আজ।
তোকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি । আজ তোর অন্যরকম জন্মদিন। আকাশে বাতাসে সবাই বলছে তোকে....... শুভ জন্মদিন।
আমার সারা জীবনের বন্ধু তুই.....
একটা স্মৃতিচারন করি,একবার তুই বাসায় না বলে বগুড়া গিয়েছিলি নাটকের টানে।
তোর মা এসে জানতে চাইলো কোথায় তুই। চুপ করে ছিলাম। মা তখন ঢাকায় আসছিলো বেড়াতে ভাবীর ওখানে। কত যে বকা খাইলাম!
আপনারা যারা লাল দরজাকে ব্লগে চেনেন.....
সবাই হয়তো জানেন না, ও খুব ভালো একজন চলচিত্র নির্মাতা......
কানাডার মন্ট্রিয়েল থেকে ওর দুইটা তিনটা স্বল্পদৈর্ঘ্য নির্মিত হয়েছে।
ওর ডকুমেন্টারী ছবি ,"বিশ্বাসের রং" মন্ট্রিয়ল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছিলো।
এবং দর্শক প্রশংসিত হয়েছিলো। এ ছাড়া অনেক ভিডিও ম্যাগাজিন তো আছেই........।
আপাতত: টিভি এশিয়াতে কাজ করবার জন্য
কানাডার বাইরে আছে..........
যেখানে ট্রান্সমিশন রুম থেকে লেখা কিছু কবিতা পেয়েছি ব্লগে।
ওর স্বপ্ন দেশে ফেরার...যত তাড়াতাড়ি সম্ভব। ওর স্বপ্ন সত্যি হোক।
বাংলাদেশ এ গিয়ে ও ওর প্রতিভার সার্থক রুপায়ন করুক.........
এই তো প্রত্যাশা।
আমাকে ব্লগে এনেছিলো এই বন্ধুটি।
তোকে আমরা অনেক শুভেচ্ছা জানাই।
সুখে দুখে আজীবন পাশে থাকি যেনো। যেমন আছি।
সবাই মিলে।
"আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা যারা ওর জন্য শুভকামনা রাখলেন। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।