আমাদের কথা খুঁজে নিন

   

যত আঘাত আসুক হাল আমি ছাড়বো না..

মুতাসিমের ফালতু ব্লগে আপনাকে স্বাগতম! দুনিয়ার সব ফালতু ফালতু লেখা গুলা পাবেন এখানে।

{কেউ বিরক্ত হবেন না} ছোট-খাট একটা ওয়েবসাইট publish করতে না করতে একবার hack হল। এইবার আবার Domain টা কে যেন ফেলে দিসে। আমার তো paypal নাই আমি আর একজন এর paypal দিয়ে কিনসিলাম। এখন দেখি সে Domain টা দিসে ফেলে।

নতুন ঠিকানাঃ http://metroboyz.lavluda.com পুরাতন ঠিকানাঃ http://www.nogorbalok.com ঠিক করসি SSC টা দিয়ে PHP শিখা শুরু করবো। তারপর প্যাচালীর রিফাত ভাইয়া আর আমি মিলে প্যাচালীর মত আরও ভাল একটা ব্লগ এর কাজ শুরু করবো। আমি Arild সাহেবের আগে কাজ শুরু করসি {Class 7}। ইনশাল্লাহ আমরা একদিন somewherein..blog এর সমপর্যায়ে আসবো। এই প্রত্যয় নিয়ে আবার কাজ শুরু করছি।

দোয়া করবেন.. আর যারা আমার খারাপ চায় তাদের আল্লাহ যেন সামান্যতম বোধ শক্তি দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।