কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
শীর্ণ আমার বুকের নিচে ক্ষুধার চিতা ঘোরে
মাগো আমায় একমুঠো ভাত-লবন দিও ভোরে
তুমি তো মা খাবার আনতে রোজ ভোরে যাও চলে
উপোস ঘরে কেমনে থাকি যাও না আমায় বলে
ফিরবে কখন জানো না মা তুমিও সে ক্ষণটি
ক্ষুধার চিতা মারবে আমায় বলছে আমার মনটি
চালের দামটি কেন মাগো বাড়িয়ে দিলেন রাজা
চাল না হলে ভাত হবে না; এটা কেমন সাজা
দুদক ধরে দূর্নীতিবাজ সারা দেশের মাঝে
চালের গুদাম সাজলো বুঝি সুনীতিবাজ সাজে
বাঁচিয়ে রাখতে আমায় মাগো নিরন্তর সাধনা
এই জীবনে তোমার দেনা শোধ করা হবে না
শিশু আমি আমার ব্যাথা বুঝবে কি গো রাজা
'মা তুমি' তাই বোঝো আমায় বলো: 'আমার রাজা'
সোনামনি বড় হয়ে গোচাবে সব দুখ
এ সংসারের রাজ্যে আনবে এক জীবনের সুখ...
১৫.০৪.২০০৮
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
ছবি কৃতজ্ঞতা: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।