অ আ ক খ
গতকাল এক চতুষ্পদের একখানা পোস্ট পইরা বড়ই আমোদ পাইছিলাম। রাইতে ঘুমাইতে গিয়া চিন্তাইলাম আসলেইত পহেলা বৈশাখে হাতি-ঘোড়া আর মুখোশ নিয়া আমরা ফালাফালি করি ক্যান? ঐডাতত ইন্দুগ কাজ কারবার। আমরা হলেম ছাচ্ছা মুছলমান। আমাদের কি এসব বেশরিয়তি কাজ-কারবার মানায়?
সেই চতুষ্পদরে কই পারস্য বা আরবঅঞ্চল হইল গিয়া মুসলমানগ পুন্য ভূমি। আর ঐ অঞ্চলের মহিলারা বিয়া-স্বাদী বা বিভিন্ন উৎসব (যেমন: নওরোজ) এর সময় উলু দেয়। এখন তুমি আমারে বুঝাও ওরা বিয়া/নওরোজ পালন করে করুক কিন্তু উলু দেয় ক্যান?
ব্যাটা বি-কিউব!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।