সামওয়ান উইল উইন দ্য রেস
বর্তমান:
-হ্যালো
-শুনতে পাচ্ছি। আপনার সমস্যা বলুন। আমি নোট নিচ্ছি। আপনি বলে যান, কোথাও প্রয়োজন হলে আমি আপনাকে থামিয়ে বিস্তারিত জেনে নেবো।
-কিন্তু...
-কোন কিন্তু নয়, এটাই নিয়ম।
-না!!
-হ্যা, এভাবেই আমরা সমস্যা সমাধান করি।
-কিন্তু আমার কোন গল্প নেই, আমার কোন সমস্যা নেই, আমার বাড়ি নেই, গাড়ি নেই, ব্যাংক একাউন্ট নেই, পাসপোর্ট নেই, বার্থ সার্টিফিকেট নেই। আমার কোন প্রেমিকা নেই, আমার কোন প্রেমিকা ছিলনা। আমার বাবা, মা, ভাই, বোন, আত্মিয়-স্বজন কেউ নেই, ছিল কিনা তাও আমার জানা নেই।
একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আমি ব্যস্ত রাস্তায় একটা লাইটপোস্টে হ্যালান দিয়ে আধশোয়া।
চারদিকে হাজার হাজার পা, কোন পা বায়ে যাচ্ছে, কোন পা ডানে, কেউ উত্তরে কেউ পশ্চিমে, কেউ থামছেনা, সবাই নিজের পা নিজের পায়ে করে হেটে দৌড়ে এগিয়ে যাচ্ছে। আমার সন্দেহ হলো কেউ আমার পা নিয়ে পালাচ্ছেনা তো! কিন্তু তারপরই মনে হলো আমারতো কিছু নেই, পা-ও নেই। আর তাই আছে কি নেই, কেউ পালিয়ে গেল কি গেলনা পরীক্ষা করে দেখিনি।
একটু পরে একটা কর্কষ কন্ঠ বিরক্ত প্রকাশ করলো "কোথা থেকে এই ছন্নছাড়ার দল শহরে আসে, উফফ!!" সে থামলোনা তার নিজের বিরক্তি তার মুখে, চোখে, আত্মায় নিয়ে নিজের পায়ে ভর করে চলে গেল।
----
এটা কী একটা গল্প হতে পারে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।