এই মন ব্যাকুল যখন তখন
ডেকে যায় বারে বারে,
তবু স্তব্ধতা এসে ধরা
দেয় আমার বীনার তারে......
জানিনা.....
জানিনা.....
জানিনা কি কারন...?
এ বৈশাখে !
এই মন কেন দেয়না সে ধরা
মানেনা বারন, মন...
জানিনা...
জানিনা...
জানিনা কি কারন...
এই বৈশাখে !
এই গানটি জনপ্রিয় ভারতীয় বাংলা গানের শিল্পী নচিকেতার।
এই বৈশাখে এই গানটিই কেন জানি খুব বেশি মনে পড়ে যাচ্ছে, তাও আবার অবেলায়, শেষ বেলায়। সারাদিনের ব্যস্ততা শেষে এই কেবল এসে বসলাম। ব্যস্ততা নাকি অনুরাগ? মান অভিমানের অন্তর্দ্বন্দের দেয়াল ভেদ করে কি বুঝলাম আর কি না বুঝলাম ঠিক তা বুঝে ওঠার আগেই বসে পড়লাম সবাইকে এক সাথে লিখতে।
বলি বলি করে যা এতক্ষণ বলা হয়নি-
অবেলায়, শেষ বেলায়.....
"শুভ নববর্ষ-১৪১৫"
সকল ব্লগ লেখকদের জন্য।
শুভ কামনায়-
এস এম সাইফুল (মেঘলা পথিক)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।