আমাদের কথা খুঁজে নিন

   

এসো বর্ষবরণ করি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

এসো নতুন দিনে নতুন গানে বর্ষবরণ করি সাজিয়ে ডালা ডাকছে রে আজ প্রকৃতি সুন্দরী।। হাওয়ার তোড়ে ঐ উড়ে যায় মেঘের রঙিন খেয়া ঈশান কোণে ডাকছে রে কোন্ গুরুগুরু দেয়া সেই হাওয়ারই নাচন থেকে হাজার খুশির রং ধরি।। আম কাঁঠালের বন জুড়ে আজ পূণ্য সুখের দোলা দোয়েল শ্যামার মন বুঝি তাই হয় রে আত্মভোলা তাদের সুখের গানটি শুনেই শূন্যতার এই মন ভরি।। রুদ্র দিনের ঝঞ্ঝা যেন মুছে দেয় সব গ্লানি নিঃস্ব গরীব দুঃখীদেরে সবাই আপন মানি তাদের সেবায় কাটবে বছর প্রত্যেকে এই পণ করি।। ০৮.০৪.১৯৮৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।