আমাদের কথা খুঁজে নিন

   

সহজ নেটওয়ার্কিং ও ইন্টারনেট শেয়ারিং

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

আপনার বাসায় হয়তো দু'টো পিসি। কিন্তু নেট লাইন একটি। আপনি চান একটি লাইন ব্যবহার করেই একাধিক পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে। সেক্ষেত্রে আপনি উইন্ডোজের ডিফল্ট ইন্টারনেট শেয়ারিং সিস্টেম এনাবল করে নিতে পারেন। কিন্তু সেটা খুব একটা কাজের জিনিষ নয়।

বেটার অপশন হলো প্রক্সি সার্ভার করে নেয়া। কিন্তু প্রক্সি সার্ভার কনফিগার করা আসলে এত সহজ কাজ নয়। অনেক কিছু জানতে হয় পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে। তাহলে কি করবেন? উপায় একটা আছে। একদম সাধারন ব্যবহাকারীদের উপযোগী করে একটা ছোট প্রক্সি সার্ভার বানিয়ে ওয়েবে ফ্রি বিতরন করে ANALOGX নামের একটি ওয়েব।

সেটি ব্যবহার করে একদম সাধারন ব্যবহাকারীরাও কিভাবে দু'টো পিসিতে নেট শেয়ার করে ভালভাবে নেট ব্যবহার করতে পারবেন তা নিয়ে আজকে আলোচনা করবো। পুরো বিষয়টাই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। যা যা করতে হবে- ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা খ) প্রক্সি সার্ভার সেটাপ গ) ক্লায়েন্ট সাইড কনফিগার ক) পিসি কানেক্ট করা ও আইপি কনফিগ করা: (এখানে যে পিসিতে নেট লাইন নিয়েছেন, সেটিকে আমরা হোস্ট বলবো এবং যে পিসিতে নেট শেয়ার করতে চান, সেটিকে গেস্ট বলবো। ) ১) হোস্ট ও গেস্টে দু'টো ল্যান কার্ড লাগান ২) একটি ক্রস ক্যাবেল (বা হাব/সুইব ব্যবহার করে দু'টো ক্যাবেল) দিয়ে পিসি দুটোকে কানেক্ট করুন। ৩) হোস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.১ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০ ৪) গেস্টে আইপি দিন: ১৯২.১৬৮.৫.২ সাবনেট: ২৫৫.২৫৫.২৫৫.০ (আরো পিসি যুক্ত করতে চাইলে ১৯২.১৬৮.৫.৩ - ৪ - ৫ ইত্যাদি দিতে পারেন) খ) প্রক্সি সার্ভার সেটাপ ১) হোস্ট কম্পিউটারে ইন্টারনেট থেকে ANALOGX PROXY SERVER ডাউনলোড করুন- http://www.analogx.com/files/proxyi.exe ২) ANALOGX PROXY টুলটি সাধারণ সফটওয়্যারের মত সেটাপ করে রান করুন গ) ক্লায়েন্ট সাইড কনফিগার -গেস্ট কম্পিউটারে ব্রাউজার ওপেন করে কনফিগ করুন।

* মজিলা ফায়ারফক্সের জন্য: ১) Tools মেনুতে গিয়ে Option কমান্ড দিন ২) Advance ট্যাবের আন্ডারে Network ট্যাব ওপেন করুন ৩) Settings বাটনে ক্লিক করে নিচের চিত্রের মত করে পরিবর্তন করুন (লাল মার্ক করা আছে যেখানে যেখানে পরিবর্তন করতে হবে) * ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য: ১) Tools মেনুতে গিয়ে Internet Option কমান্ড দিন ২) Connection ট্যাবে গিয়ে Connections ট্যাবি গিয়ে প্রক্সি আইপিটি সেটাপ করে নিন উপরের মত করে। হোস্ট: ১৯২.১৬৮.৫.১ পোর্ট: ৬৫৮৮ সাধারন ব্যবহারকারীদের উপযোগী সেটাপ হয়ে গেল। ব্রাউজ করে দেখুন... কেমন স্পিড পাচ্ছেন। এই প্রক্সি সেটাপ থেকে বাদবাকী সার্ভিসগুলো পেতে হলে গেস্টে আলাদা আলাদা পোর্ট সেটাপ করে নিতে হবে সংশ্লিষ্ট সফটওয়্যারে। নিচে পোর্ট লিষ্টগুলো দেয়া হলো- HTTP (web browsers) (port 6588) HTTPS (secure web browsers) (port 6588) SOCKS4 (TCP proxying) (port 1080) SOCKS4a (TCP proxying w/ DNS lookups) (port 1080) SOCKS5 (only partial support, no UDP) (port 1080) NNTP (usenet newsgroups) (port 119) POP3 (receiving email) (port 110) SMTP (sending email) (port 25) FTP (file transfers) (port 21) অনেক বড় টিউটোরিয়াল দেখেই অনেকে ভয় পেয়ে যান।

তাই যতটা সম্ভব ছোট করার চেষ্টা করেছি। কেউ কোন ধাপ বুঝতে না পারলে মন্তব্যের ঘরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। -- লেখাটি কম্পিউটার গ্রুপে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।