ঘুমিয়ে ছিলাম বহুদিন আকাশের কোলে
ঘুম ভাঙলো আজ
দেখলাম মেঘেরা খুব ব্যস্ত
ওরা ব্যায়াম করছে; করছে হাঁটাহাটি
বাতাস ওদের তাগাদা দিচ্ছে ' তৈরি হয়ে নাও'
মেঘের পেটে মেদ জমেছে অনেক, কষ্ট হচ্ছে দৌড়াতে
বাতাস বলছে ' চিন্তার কিছু নেই আমি তো আসছি'
আমি মেঘকে বললাম, ' বৈশাখ কি এসে গেছে?'
কথা বলার সময় নেই ওদের
বাতাসের চোখ রাঙানি ভাবিয়ে তুলেছে ওদের
ওরা জানে না কতো কিলোমিটার বেগে দৌড়াতে হবে নীল রাস্তায়
কতোটা অশ্রু ঝরিয়ে শীতল করতে হবে ধরণীকে
আমি আর একটু ঘুমাতে চাইলাম আকাশে
বাতাস আমাকে ধমক দিলো
'চলে যাও কাঁচা আম কুড়াও
আমি নিরুপায় ছুটতেই হবে আমাকে'
কিচ্ছু বলি নি আমি বাতাসকে
শুধু মেঘকে বলেছি সাবধানে থেকো ভাই
ভয় করো না সূর্যালোক আবারো সৃষ্টি করবে তোমাদের
আবারো ঘুমাতে আসবো আমি তোমাদের কোলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।