আমাদের কথা খুঁজে নিন

   

আর কখনই বাবা বলে ডাকতে পারবো না !!!

হাসুন,ভালো থাকুন পৃথিবীটা বড়ই কঠিন জায়গা। বড়ই নিষ্ঠুর । মায়া -মমতা ভালো বাসার মাধ্যমে কাউকেই যেন ধরে রাখা যায়না। প্রত্যেক মানুষের জীবনেই এক বা একাধিক ব্যক্তি আদর্শ হয়ে থাকেন। হৃদয়ের স্থান দখল করে রাখে ।

বাবা আমার জীবনে এক আদর্শ । প্রতিটি কাজে সততার পরিচয় দিয়েছেন। সত্য কথা বলার উপদেশ দিতেন। কোন কারনে কোন কথা একটু ঘুড়িয়ে বলার চেষ্ঠ করলে প্রচন্ড রেগে যেতেন। পরিবারের অন্যদের তুলনায় আমার প্রতি ছিল বিশেষ নজর।

আমাকে নিয়ে সপ্ন দখতেন। আমার থাকা ,খাওয়া,পড়া প্রতিটি বিষয়ে খেয়াল রাখতেন । মা'র সাথে প্রায় বলতেন ওর জন্য এটা করবো,ওটা করবো। কতো রকম ভাবনা। নিজের সাধ্যের বাইরেও কতো চিন্তা ভাবনা করতেন ।

এখন মনে হলেই বুক ফেটে কান্না চলে আসে । গত ২০০৮সালের ১০অক্টোবর আমাদের ছেড়ে চির দিনের জন্য চলে গেলেন। আর কখনই আমাদের নিয়ে ভাববেন না। কোন সপ্ন দেখবেন না। আমাদের ভাবনায় অস্হির হবেন না।

সব চেয়ে কষ্ট লাগে আর কখনো একটি বারের জন্য, এক মুহুর্তের জন্য চোখের সামনে দেখতে পাবনা,পাই না। মনে হলেই এতো কষ্ট লাগে !!মানুষের প্রিয়জনরা কেন চলে যায়?কেন এতো আপন হয়?বিধাতা কেন এমন করেন?বাবার স্মৃতি গুলো কখনইভুলতে পারিনা। বাবার মৃত্যুর আগে লিভারে ক্যানসার ধরা পরে। শেষ এক মাস প্রচন্ড ব্যথায় অস্হির হতেন। ডাক্তার অনেক ক্ষমতা সম্পন্য ব্যথার ওষুধ দিলেও কয়েক মিনিট ভালো থাকতেন।

সারা রাত ঘুমাতে পারতেন না। আমরা এক রাত না ঘুমিয়ে থাকলে কতো খারাপ লাগে । আর শেষ একমাস কতো কষ্ট করেছেন!সে কথা মনে হলেই চোখের সামনে সেই মুখ ভেসে ওঠে!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।