বৃষ্টি রাতে ... ভাবনা গুলো মেঘের সাথে উড়ে ...
সভ্যতার পাপগুলো, আমরা বরং লিখে যাই
আমাদের দেড় টাকা কেজি বেগুন দরের সময় গুলো
বড় বেয়াড়া;
কবি বলেই কি না জানি না, রাস্তায় কোন সোমত্থ তরুনী দেখলে
প্রেমহীন গভীর ঠোট চুষতে ইচ্ছে করে - ইদানিং - কামুকের হাত ধরে কবির সোমাটিক ভ্রমণ !
হয়তো পুরুষ বলে
মাঝ রত্তিরেতে হাপিয়ে উঠি চায়ের ছাকনিতে আটকে পড়া অন্যায় গুলোর সাথে পাশে শুয়ে থাকে তন্দ্রালাশ ।
নতুন কোন বিপ্লব চাই,
চে গুয়েভারার বুকে ঝিম মারা শ্রমিকের কালিঝুলি মাখা চিবুক
অথবা কিষাণের হাতে মরা ধান
নতুন দিনের স্বপ্ন ধুয়ে মুছে দেয় ঐশ্বরিয়ার লাক্স সাবান ।
(এইমাত্র)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।