আমাদের কথা খুঁজে নিন

   

আজ লেখালেখির দিন নয়...

সুন্দর সমর

মা রান্নঘর থেকে চোরের মত বের হয়ে আসলেন, ভাত যা আছে তা একজনের পেট ভরবে, আমরা তিন ভাই বোন, গতরাতে আলুর পরাটা গিলেছি, তার আগের দিন আলুর রুটি আলু আলু আর আলু ছোট বোনকে আলু বললেই সে কাদতে শুরু করে তার স্কুলের ড্রয়িংয়ের খাতায় যত্ন করে ভাতের ছবি একেছে নিচে লিখেছে বেহেশতের খাবার খাতাটা আমি লুকিয়ে দেখেছি। আমার চাকুরি নেই গত মাস থেকে দশ মাসের বেতন বাকি কি হবে! বাবাই ভাল করেছেন, অনেক আগে চলে গেছেন, সব ছেড়ে ছুড়ে খোদার কাছে আজ আমি কি নিয়ে লিখব ভাবছি ভাবছি ভাবছি থাক আজ আর লেখলাম না। ভাতের স্বপ্ন দেখে দিনটা কাটিয়ে দেবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।