আমাদের কথা খুঁজে নিন

   

স্টপ-লস ইরাক যুদ্ধের নতুন মুভি

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com

বয়েজ ডোন্ট ক্রাইয়ের ডিরেক্টর কিম্বারলি ফায়ার্স পরিচালিত প্যারামাউন্ট পিকচার্সের স্টপ-লস ২৮ মার্চ মুক্তি পেয়েছে। আমেরিকা-ইরাক যুদ্ধ বা কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ নিয়ে নির্মিত মুভিগুলোর মধ্যে স্টপ-লস অন্যতম সেরা। কারণ এটি যথেষ্ট বাস্তব ধর্মী। এটা সেসব আমেরিকানের জন্য যারা ইরাক যুদ্ধ ভিত্তিক মুভি এড়িয়ে চলেন। ইরাকে একের পর এক আমেরিকান সৈন্য মারা পড়ছে।

মানসিকভাবে হতাশ হয়ে যাচ্ছে তারা। এবার তারা বিশ্রাম চায়, পরিবারের সঙ্গ চায়, কিন্তু আমেরিকান সরকারের ইচ্ছা ভিন্ন কিছু। মুভিটিতে যুদ্ধ বিধ্বস্ত আমেরিকান সৈনাদের কর্মবিরতি প্রত্যাখ্যান সংক্রান্ত আমেরিকান নীতির সৃষ্ট জটিলতা ফুটে উঠেছে। মুভিতে দেখা যায়, স্কোয়াড্রন লিডার ব্র্যান্ডন কিং (রায়ান ফিলিপ্পি) যিনি আফগানিস্তান এবং ইরাকে যুদ্ধ করে সম্প্রতি দেশে ফিরেছেন। তাকে আমেরিকান আর্মি আবার ইরাকে পাঠাতে চায়।

১ ঘণ্টা ৩৫ মিনিটের এ মুভিটি ভায়োলেন্সপূর্ণ। যা অনুর্ধ্ব ১৭ বয়সের উপযুক্ত নয়। উল্লেখ্য, তিন বাই চার রেটিংয়ের স্টপ-লস ইতিমধ্যে টপ চার্টে আট নাম্বারে অবস্থান করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।