আমাদের কথা খুঁজে নিন

   

দেশ আজ কোনদিকে এগুচ্ছে???????!!!!!!!!



দুর্নিতি দমনের নামে এই সরকার সবচেয়ে বড় দুর্নিতি করে চলেছেন। যাদের রাষ্ট্র পরিচালনার কোন যগ্যতাই নাই, তারা আর কত দিন এভাবে একের পর এক বাজে সিদ্ধান্ত নিয়ে দেশের মানুষকে অনিশ্চিত দূর্বিসহ ভবিস্যতের দিকে ঠেলেদিয়েছে ?????? এই অদক্ষ রাষ্ট্র পরিচালক'গন কবে যাবেন, আর আমাদেরকে অভিশাপ থেকে মুক্তি দেবেন?????? জেনারেল মইন-উ আহম্মেদ এর চাকরির মেয়াদ আরও এক বছর বারানো হয়েছে। এটা কিসের আলামত???? দেশে কি আর কারও জেনারেল হওয়ার যগ্যতা নেই???? এতে কি আমরা ভেবেনিতে পারি না যে দেশ এখন আসলে ক্ষমতা লোভি জেনারেল মইন-উ আহমেদের হাতে জিম্মি? আর তার কারনে আজ আমাদের..........! প্রিয় ব্লগার বন্ধুরা, আসলে আমার মন ভালো নাই, কারন সকালে উঠে টিভিতে খবরে দেখলাম। যেই দেখলাম সেনা প্রধান জেনারেল মইন-উ আহম্মেদের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। খবরটি দেখে মেজাচ ঠিক রাখতে পারিনাই। আসলে খুব কষ্টে আছিতো তাই আবোলতাবল বকবক করলাম। আবোলতাবল হলেও কথাগুলো একদম মনথেকে বলেছি, এবং আমার কাছে মনেহয় বাংলার মানুষ খুব কষ্টে আছে, পনার কাছে কি মনে হয়???????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।