আমাদের কথা খুঁজে নিন

   

রাশেদ-এর জন্য

mostafizripon@gmail.com

খুব বেশী দিন হয়নি আমি ব্লগে লিখছি। ঠিক এ মূহুর্তে আমার ব্লগার পরিসংখ্যান দেখাচ্ছে ২মাস ১ সপ্তাহ। সত্য বলতে কি সামহয়্যার-এর সব নিয়ম-রীতিও আমি জানিনা। আমি শুরু করেছিলাম কম্পিউটারে খুব সহজে বাংলায় লেখার আনন্দে। শুরুতে অন্যদের লেখা খুব যে মনযোগ দিয়ে পড়তাম তাও নয়।

এমন কি আমার লেখায় কেউ মন্তব্য করলে ভদ্রতা করে হলেও উত্তর দেয়া উচিত এটাও মাথায় আসেনি আমার বেশ কয়েকদিন। যাহোক, দিন যাচ্ছে আমিও জানছি অনেক কিছু। দিনের ঠিক কোন সময়ে লেখা পোষ্ট করলে বেশী মানুষ সেটি পাঠ করে, শিরোনাম কি ধরনের হলে পাঠকের সংখ্যা বাড়ে, ব্লগে কোন বিষয়গুলো স্পর্শকাতর এইসব হাবিজাবি বিষয়ে আমি অভিজ্ঞ হয়ে উঠছি দিন দিন। কোন বিষয়ে অভিজ্ঞ হয়ে ওঠার সমস্যা আছে অনেক। সেই যে নাপিত- যে ক্ষুর দিয়ে ফোঁড়া কেটে দিয়ে পাশ করা ডাক্তারদের মনে আতংক তৈরী করেছিলো! নাপিত অপারেশনের মতো জটিল কাজটি করতে পারতো, কারন তার সামান্য ভুলের পরিণামও সে জানতো না।

আর ডাক্তারদের চালাকিতে যেদিন থেকে সে মানবের শরীরতত্ত্ব পাঠ করল, সেদিনই ক্ষৌরকার তার সহজাত সার্জারি বিদ্যায় ফেল করে বসল। আমারও ক্ষৌরকার জীবনের অবসান ঘটছে হয়তো; না হলে এত বৈষয়িক হয়ে উঠবো কেন আমি! আমি সবার প্রিয় হতে চাই। হিসেব করে পা ফেলি, পাছে কেউ সন্দেহ করে না বসে আমার গোত্র আর বিশ্বাসে। কেউ আমার বিশ্বাসে টোকা মারলে আমি বিচলিত হই, আর সন্দেহ করি- ধরা পরে যাচ্ছি নাতো! আমার বড় মামার শ্বশুরের নাতজামাই মুক্তিযোদ্ধা ছিল, তাই আমি রাজাকার নই; কিংবা ছাত্রাবস্থায় আমি শিবির পিটিয়ে তক্তা করেছি, তাই আমি প্রগতিশীল- অনেকের মতো আমিও এসব সমস্যায় আক্রান্ত। তবে এখানে, এই ব্লগে আমি কয়েকজনকে পেয়েছি যারা অপ্রিয়পাত্র হওয়ার ভয়ে শংকিত নয়।

রাশেদ তাদের একজন। আমি আতিপাতি করে খুঁজেও রাশেদ বিষয়ক চিন্তাটিকে অমুলক প্রমান করতে পারিনি। রাশেদ কে? রাশেদ এই মূহুর্তে সামহয়্যার ইন ব্লগ-এর কেন্দ্রীয় চরিত্র। অনেকটা রবীন্দ্রনাথের রক্তকরবী'র রঞ্জনের মতো, যে না থেকেও আছে; যাকে নিয়ে আবর্তিত হচ্ছে আমাদের ব্লগের এইসব দিনরাত্রি। রাশেদ ব্লগে ফিরে এলে কী ঘটে, আমি অপেক্ষা করে আছি, জানার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।