সকাল থেকে মনটা ভালো নাই ...
একটু আগে বন্ধুদের সাথে দেশের সাম্প্রতিক ভাবনা, রাজনীতি, মুক্তিযোদ্বা এবং রাজাকার নিয়ে তুমুল বিতর্ক হচ্ছিল । শুন্য ফলাফল এবং হতাশা নিয়ে যখন নিজের কাজে মন দিব তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল - রাজাকার আর কতদিন বিনা বিচারে এই স্বাধীন দেশে বাস করবে ? আমরা আর কতদিন পর এই বিষধর সাপকে মারতে পারবো ?
আপনার আর আমার সন্তানরা চিৎকার করে বলবে আমরা পাপী নই, আমরা মুক্ত, আমরা নিসঃপাপ । আমাদের পূর্ব পুরুযরা বীর মুক্তিযোদ্ধা ছিলো, আমরা তাদেরই সন্তান ।
আমার এক বন্ধুর কথা বারবার মনে পড়ে যায় - এই স্বাধীন দেশের সব দুঃখ কষ্ট বুক পেতে নিতে চাই, ভালোবেসে জয় করতে চাই সব তার বেদনা কিন্তু কার সাথে কাধেঁ কাঁধ মিলিয়ে এ কাজ করবো ? মুক্তিযোদ্ধ না রাজাকার ? এই বিষয়টা সমাধান হওয়া জরুরী ।
রাজাকারদের তেমন কিছুই করতে পারছি না ।
হচ্ছে না, পিষে মারতে পারলে ভালো হতো । আসুন না এই ব্লগ টা রাজাকার বিরোধী একটা আন্দোলন হিসাবে গড়ে তুলি ।
চেষ্টা করি রাজাকারদের চিহ্নিত করে মানুষ, সমাজ এবং দেশ থেকে বিচ্ছন্ন করে ফেলি । তারপর না হয় তাদের পিযে শেষ করে ফেলবো ।
এটা আমার বিচ্ছন্ন ভাবনা না, শুধু দরকার এই ভাবনাগুলোর একত্রীকরণ আর আমরাই পারবো ইনশাল্লাহ ।
আসুন সারাদিন কাজের পর অনত্ত একবার হলেও রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করি আর খতম করার কৌশল বের করার চেষ্ঠা করি ।
ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।