জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
পূর্বে: @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী...লিংক: Click This Link
বিসমিল্লাহির রহমানির রহীম
সীরাতুন্ নববী সর্বশেষ নবীর বাস্তব প্রতিচ্ছবি, যা মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং এর মাধ্যমে মানুষকে মানুষের গোলামীর অন্ধকার থেকে আল্লাহর গোলামীর আলোকিত জগতে পৌঁছে দিয়েছেন।
আল্লাহর বাণী নাযিলের পূর্ব ও পরবর্তী সময়কার অবস্থা বর্ণনা করা ছাড়া সীরাতুন্নবী আলোচনা পরিপূর্ণ হবে না, তাই এর আলোচনা গুরুত্ববহ।
'আরব' অর্থ সাহারা, বিশুষ্ক প্রান্তর বা অনুর্বর যমীন। আরব্য উপদ্বীপ ও এর অধিবাসীদের জন্য 'আরব' শব্দটি ব্যবহৃত হয়।
আরবের পশ্চিমে- লোহিত সাগর এবং সায়না উপদ্বীপ।
পূর্বে- আরব সাগর।
দক্ষিণে- ইরাকের বিরাট অংশ এবং আরো দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ।
উত্তরে- সিরিয়া ও উত্তর ইরাকের একাংশ।
সর্বমোট এলাকা- দশ থেকে তের লাখ বর্গমাইল।
জাজিরাতুল আরব বহু প্রান্তর ও মরুভূমির প্রতিরক্ষায় ঘেরা থাকার কারণে এর অধিবাসীরা প্রাচীনকাল থেকেই স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ।
আর এ বাধার প্রেক্ষিতে প্রতিবেশী বৃহৎ সাম্রাজ্যগুলো কখনোই তাদের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি।
অবস্থানে- আরব উপদ্বীপ তৎকালীন সকল মহাদেশের মাঝখানে ছিল।
উত্তর-পশ্চিমে- আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার।
উত্তর-পূর্বে- ইউরোপ।
পূর্বে- ইরান, মধ্য এশিয়া ও দূর প্রাচ্যের প্রবেশ পথ, যে পথে ভারত ও চীন পর্যন্ত যাওয়া যায়।
ভৌগলিক অবস্থানের বিশেষত্বে আরব উপদ্বীপ তৎকালীন ব্যবসা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম ইত্যাদির যোগসূত্র ও মিলনকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
সূত্র সমাহার: সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী...লিংক: Click This Link
পরে: @ আরব জাতিসমূহ (১) লিংক: Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।